চবি প্রতিনিধি, চট্টগ্রাম
শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকে ‘বুদ্ধিজীবী’ বানান ভুল করার রেশ না কাটতেই এবার বিজয় দিবসের পুষ্পস্তবকেও দুটি বানান ভুল করেছে বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। এবার খোদ ‘মুক্তিযুদ্ধ’ বানানটিই ভুল করেছে তারা।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় বিষয়টি নজরে আসে। ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ লিখতে গিয়ে ‘মুক্তিযুদ্ধে’ বানানকে ‘মুক্তিযোদ্ধে’ ও ‘অংশগ্রহণকারী’ বানানকে ‘অংশগ্রহনকারী’ লেখা হয়। এ ছাড়া পুষ্পস্তবক অর্পণের সময় দাপট দেখিয়ে ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোরও অভিযোগ উঠেছে সংগঠনটির বিরুদ্ধে।
গত মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকেও ‘বুদ্ধিজীবী’ বানানকে ‘বুদ্ধিজীবি’ লেখে পরিষদটি, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
এ বিষয়ে জানতে চাইলে চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘এটা টাইপিং মিসটেক হয়েছে। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকালে আমরা যখন এটা দেখেছি, তখন পরিবর্তন করার সময় ছিল না।’ পর পর দুদিন এ ধরনের ভুল কীভাবে হয়, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।
ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোর বিষয়ে জানতে চাইলে মো. রাশেদ উন নবী বলেন, ক্রম ভাঙার কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘এটি গর্হিত অপরাধ বলে মনে করি। এটা আমরা অবশ্যই দেখব।’
জোর করে আগে ফুল দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। সবার উচিত নিয়মানুযায়ী ক্রম মেনে শ্রদ্ধাঞ্জলি জানানো।’
শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকে ‘বুদ্ধিজীবী’ বানান ভুল করার রেশ না কাটতেই এবার বিজয় দিবসের পুষ্পস্তবকেও দুটি বানান ভুল করেছে বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। এবার খোদ ‘মুক্তিযুদ্ধ’ বানানটিই ভুল করেছে তারা।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় বিষয়টি নজরে আসে। ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ লিখতে গিয়ে ‘মুক্তিযুদ্ধে’ বানানকে ‘মুক্তিযোদ্ধে’ ও ‘অংশগ্রহণকারী’ বানানকে ‘অংশগ্রহনকারী’ লেখা হয়। এ ছাড়া পুষ্পস্তবক অর্পণের সময় দাপট দেখিয়ে ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোরও অভিযোগ উঠেছে সংগঠনটির বিরুদ্ধে।
গত মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকেও ‘বুদ্ধিজীবী’ বানানকে ‘বুদ্ধিজীবি’ লেখে পরিষদটি, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
এ বিষয়ে জানতে চাইলে চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘এটা টাইপিং মিসটেক হয়েছে। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকালে আমরা যখন এটা দেখেছি, তখন পরিবর্তন করার সময় ছিল না।’ পর পর দুদিন এ ধরনের ভুল কীভাবে হয়, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।
ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোর বিষয়ে জানতে চাইলে মো. রাশেদ উন নবী বলেন, ক্রম ভাঙার কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ‘এটি গর্হিত অপরাধ বলে মনে করি। এটা আমরা অবশ্যই দেখব।’
জোর করে আগে ফুল দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। সবার উচিত নিয়মানুযায়ী ক্রম মেনে শ্রদ্ধাঞ্জলি জানানো।’
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক নেতার সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
২৮ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে