Ajker Patrika

ত্রাণ আত্মসাতের অভিযোগে ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি
ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান। ছবি: সংগৃহীত
ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান। ছবি: সংগৃহীত

সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন ১ ডিসেম্বর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, চাঁদপুরের প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মূলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার কেন আপনার পদ থেকে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার।’ এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত