কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় ভেসে যাওয়ার সময় স্থানীয়রা তাঁর স্ত্রীকে উদ্ধার করেছেন।
আজ শুক্রবার বেলা ২টার দিকে ইনানীর হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।
মৃত পর্যটক নাফি শাহরিয়ার (৩০) ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, আজ শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তাঁর স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তাঁরা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেলে ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান।
গোসলের একপর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুজন ভেসে যেতে থাকেন। এতে তাঁদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে নিখোঁজ হন।
তানভীর হোসেন বলেন, বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ভেসে আসে।
পর্যটকের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় ভেসে যাওয়ার সময় স্থানীয়রা তাঁর স্ত্রীকে উদ্ধার করেছেন।
আজ শুক্রবার বেলা ২টার দিকে ইনানীর হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।
মৃত পর্যটক নাফি শাহরিয়ার (৩০) ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, আজ শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তাঁর স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তাঁরা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেলে ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান।
গোসলের একপর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুজন ভেসে যেতে থাকেন। এতে তাঁদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে নিখোঁজ হন।
তানভীর হোসেন বলেন, বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ভেসে আসে।
পর্যটকের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১২ মিনিট আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে