নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে একটি খালে পড়ে অজ্ঞাত দুই শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনো নিখোঁজ শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর সাইডে খেলা করছিল। পরে সেখানে পড়ে নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।
কোতোয়ালী থানার উপপরিদর্শক বাবলু কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে এই বিষয়ে খোঁজ নিয়েছি। আমাদের কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাটে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সম্ভবত সেটা নতুন ফিশারীঘাট এলাকায় হবে। ওটা এরপরও আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। তাঁরা খোঁজ খবর নিচ্ছে।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে শিশু দুটির অভিভাবকদের এখনো পাওয়া যায়নি।
চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে একটি খালে পড়ে অজ্ঞাত দুই শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিম উদ্দিন বলেন, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনো নিখোঁজ শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর সাইডে খেলা করছিল। পরে সেখানে পড়ে নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।
কোতোয়ালী থানার উপপরিদর্শক বাবলু কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে এই বিষয়ে খোঁজ নিয়েছি। আমাদের কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাটে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সম্ভবত সেটা নতুন ফিশারীঘাট এলাকায় হবে। ওটা এরপরও আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। তাঁরা খোঁজ খবর নিচ্ছে।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে শিশু দুটির অভিভাবকদের এখনো পাওয়া যায়নি।
তাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
৮ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে দুই ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।
১৮ মিনিট আগে