Ajker Patrika

নোয়াখালীর ভাসানচরে ট্রলাডুবি, ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর ভাসানচরে ট্রলাডুবি, ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর সংলগ্ন সাগর মোহনায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।  

আজ শনিবার বেলা ১১টার দিকে ভাসানচর সংলগ্ন সাগর মোহনায় ছেঁড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোটে থাকা ২৩ যাত্রীর মধ্যে ১৯ জনকে জীবিত ও ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ভাসানচর কোস্টগার্ড।

নিহতরা হলেন—ভাসান চরের ৮৪ নম্বর ক্লাষ্টারের মোহাম্মদ আবদুল্যাহর ছেলে আবদুল কাদের (৪), ৮৫ নম্বর ক্লাষ্টারের দিল মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম (৪৫), ৮০ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ জাহারের ছেলে আজিজুল হক (৫), ৮ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ রশিদের মেয়ে আসমিদা বেগম (৪)।

আজ শনিবার ভোরে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে যাত্রী ও ২০ টন চাল এবং ১০ টন অন্যান্য মালামাল নিয়ে নোমান মাঝির ট্রলারটি ভাসান চরের উদ্দেশ্য ছেড়ে আসে। ট্রলারটি ভাসানচরের পূর্ব পাশে ছেঁড়া খালের কাছে আসলে প্রচণ্ড বাতাস ও সাগরের ঢেউয়ে কাঠের ট্রলারটি ছিদ্র হয়ে ডুবে যায়। এ সময় বোটে থাকা ১৬ রোহিঙ্গা, ৫ মাঝি মাল্লা ও ২ জন যাত্রীসহ মোট ২৩ জন ছিল। ট্রলার মাঝি ভাসানচরের বোট পরিচালনা কমিটির কাছে দুর্ঘটনার কথা মোবাইলে জানালে তারা কোস্ট গার্ডকে অবহিত করে।

কোস্টগার্ড বলেন, ‘ঘটনার পর ভাসানচরের বোট পরিচালনা কমিটি দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে অবহিত করে। সঙ্গে সঙ্গে আমরা ২ কাঠের বোট ও ২ স্পিডবোট নিয়ে ভাসানচর স্টেশন কমান্ডারের নির্দেশে উদ্ধার অভিযানে বের হই। বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জনের মৃতসহ ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।’

উদ্ধারকৃতদের ভাসানচরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত