মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা, নিহত ৯ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image

মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর কেউ নিখোঁজের অভিযোগ না থাকায় এ ঘোষণা করা হয় বলে জানান ভৈরব নৌপুলিশ ইউনিটের পরিদর্শক (ইন্সপেক্টর) কে. এম মনিরুজ্জামান চৌধুরী। এ ঘটনায় মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ট্রলারডুবির স্থলের আশপাশ থেকে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্ধারকারী দল আরও তিনটি মরদেহ উদ্ধার করে। 

মৃতরা হলেন–ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল মো. সোহেল রানা (৩৪) ও তাঁর ছেলে রাইসুল (৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেলন চন্দ্র দে (৪৫)। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। 

এর আগে, গত দুদিনে উদ্ধারকারী দল মোট ছয়জনের মরদেহ উদ্ধার করে। তাঁরা হলেন–পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমি আক্তার (২৮) ও তাঁর মেয়ে মাহমুদা (৭), নরসিংদীর বেলাব উপজেলার কলেজছাত্রী আনিকা আক্তার (১৮), ভৈরবের আরাধ্য দে (১২) ও সুবর্ণা আক্তার (৩০) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রূপা দে (৩০)। 

ভৈরব নৌপুলিশ ইউনিটের পরিদর্শক (ইন্সপেক্টর) কে. এম মনিরুজ্জামান চৌধুরী জানান, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ২০–২১ জন যাত্রী বহনকারী একটি ট্রলার বিপরীত দিক থেকে আসা অপর একটি বাল্কহেডের ধাক্কায় মেঘনা নদীতে ডুবে যায়। এ ঘটনায় ওইদিন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ট্রলারের আটজন যাত্রী। তাঁদের উদ্ধারে গত দুদিন অভিযান চালানো হয় নদীতে। এরমধ্যে গত শনি দুজন এবং গতকাল রোববার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, ট্রলারডুবির ঘটনায় আরও তিনজন নিখোঁজ ছিলেন। তাঁদেরকে উদ্ধারে আজ সোমবার সকালে তৃতীয়দিনের মতো নদীতে উদ্ধার অভিযান শুরু হয়। পরে ট্রলারডুবির স্থলের আশপাশ থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। 

যেহেতু আর কেউ নিখোঁজ আছেন বলে কোনো স্বজনের অভিযোগ নেই, তাই উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত