ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর কেউ নিখোঁজের অভিযোগ না থাকায় এ ঘোষণা করা হয় বলে জানান ভৈরব নৌপুলিশ ইউনিটের পরিদর্শক (ইন্সপেক্টর) কে. এম মনিরুজ্জামান চৌধুরী। এ ঘটনায় মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ট্রলারডুবির স্থলের আশপাশ থেকে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্ধারকারী দল আরও তিনটি মরদেহ উদ্ধার করে।
মৃতরা হলেন–ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল মো. সোহেল রানা (৩৪) ও তাঁর ছেলে রাইসুল (৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেলন চন্দ্র দে (৪৫)। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।
এর আগে, গত দুদিনে উদ্ধারকারী দল মোট ছয়জনের মরদেহ উদ্ধার করে। তাঁরা হলেন–পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমি আক্তার (২৮) ও তাঁর মেয়ে মাহমুদা (৭), নরসিংদীর বেলাব উপজেলার কলেজছাত্রী আনিকা আক্তার (১৮), ভৈরবের আরাধ্য দে (১২) ও সুবর্ণা আক্তার (৩০) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রূপা দে (৩০)।
ভৈরব নৌপুলিশ ইউনিটের পরিদর্শক (ইন্সপেক্টর) কে. এম মনিরুজ্জামান চৌধুরী জানান, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ২০–২১ জন যাত্রী বহনকারী একটি ট্রলার বিপরীত দিক থেকে আসা অপর একটি বাল্কহেডের ধাক্কায় মেঘনা নদীতে ডুবে যায়। এ ঘটনায় ওইদিন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ট্রলারের আটজন যাত্রী। তাঁদের উদ্ধারে গত দুদিন অভিযান চালানো হয় নদীতে। এরমধ্যে গত শনি দুজন এবং গতকাল রোববার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ট্রলারডুবির ঘটনায় আরও তিনজন নিখোঁজ ছিলেন। তাঁদেরকে উদ্ধারে আজ সোমবার সকালে তৃতীয়দিনের মতো নদীতে উদ্ধার অভিযান শুরু হয়। পরে ট্রলারডুবির স্থলের আশপাশ থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
যেহেতু আর কেউ নিখোঁজ আছেন বলে কোনো স্বজনের অভিযোগ নেই, তাই উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর কেউ নিখোঁজের অভিযোগ না থাকায় এ ঘোষণা করা হয় বলে জানান ভৈরব নৌপুলিশ ইউনিটের পরিদর্শক (ইন্সপেক্টর) কে. এম মনিরুজ্জামান চৌধুরী। এ ঘটনায় মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ট্রলারডুবির স্থলের আশপাশ থেকে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্ধারকারী দল আরও তিনটি মরদেহ উদ্ধার করে।
মৃতরা হলেন–ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল মো. সোহেল রানা (৩৪) ও তাঁর ছেলে রাইসুল (৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেলন চন্দ্র দে (৪৫)। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।
এর আগে, গত দুদিনে উদ্ধারকারী দল মোট ছয়জনের মরদেহ উদ্ধার করে। তাঁরা হলেন–পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমি আক্তার (২৮) ও তাঁর মেয়ে মাহমুদা (৭), নরসিংদীর বেলাব উপজেলার কলেজছাত্রী আনিকা আক্তার (১৮), ভৈরবের আরাধ্য দে (১২) ও সুবর্ণা আক্তার (৩০) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রূপা দে (৩০)।
ভৈরব নৌপুলিশ ইউনিটের পরিদর্শক (ইন্সপেক্টর) কে. এম মনিরুজ্জামান চৌধুরী জানান, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ২০–২১ জন যাত্রী বহনকারী একটি ট্রলার বিপরীত দিক থেকে আসা অপর একটি বাল্কহেডের ধাক্কায় মেঘনা নদীতে ডুবে যায়। এ ঘটনায় ওইদিন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ট্রলারের আটজন যাত্রী। তাঁদের উদ্ধারে গত দুদিন অভিযান চালানো হয় নদীতে। এরমধ্যে গত শনি দুজন এবং গতকাল রোববার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ট্রলারডুবির ঘটনায় আরও তিনজন নিখোঁজ ছিলেন। তাঁদেরকে উদ্ধারে আজ সোমবার সকালে তৃতীয়দিনের মতো নদীতে উদ্ধার অভিযান শুরু হয়। পরে ট্রলারডুবির স্থলের আশপাশ থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
যেহেতু আর কেউ নিখোঁজ আছেন বলে কোনো স্বজনের অভিযোগ নেই, তাই উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
রাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরীকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগেখুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের তিন কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন আজ রাত ১০টায়। সোমবার সন্ধ্যায় এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।
১১ মিনিট আগে