ফেনীতে ইকবাল কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
Thumbnail image

ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আজ রোববার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার কলেজ ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন পারজেল উপজেলা ছাত্রলীগের কর্মী স্বপ্নিল–সিয়ামসহ ২০ / ২৫ জন নেতা কর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। 

এ সময় ছাত্রদলের নেতা কর্মীরা বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে পারজেল ও তার লোকজন ছাত্রদলের নেতা কর্মীদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা করে। হামলায় আহত হয়েছেন কলেজ ছাত্রদল নেতা মতিউর রহমান, নিহাদ ও আল মাহমুদ সালমান। আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইকবাল কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ এবং ছাত্রদলের নেতা কর্মীদের ওপর হামলার ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘কলেজে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত