নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল ও ঘোলাটে করার লক্ষ্যে ধ্বংসাত্মক অপরাজনীতির পথে এগোচ্ছে। তারা লবিস্টের মাধ্যমে বিদেশি মুরব্বিদের ডেকে এনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তুলেছে। অথচ প্রতিনিধিদলের সদস্যরা কখনোই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তাঁরা চেয়েছেন একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং তা সংবিধানসম্মতভাবে।’
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পুরোনো রেলওয়ে স্টেশন চত্বরে শান্তি শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তাদের জানিয়ে দিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু সংবিধানসম্মত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। এতে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট হয়েছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি কখনো আমাদের সঙ্গে আলোচনায় উপস্থাপন করেনি। এ কারণেই বিএনপি চরম হতাশায় ভুগছে।’
মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাদের মুরব্বি মেনেছেন, তারা বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করলেও আপনাদের সরকার পতনের দফাভিত্তিক রাজনীতির রহস্য কোথায়?
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি এবং আসবেও না।
সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘এই সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে, সে বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি–জামায়াতের নাশকতার বিরুদ্ধে আমরা শান্তি ও শোভাযাত্রা শুরু করেছি।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল ও ঘোলাটে করার লক্ষ্যে ধ্বংসাত্মক অপরাজনীতির পথে এগোচ্ছে। তারা লবিস্টের মাধ্যমে বিদেশি মুরব্বিদের ডেকে এনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তুলেছে। অথচ প্রতিনিধিদলের সদস্যরা কখনোই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তাঁরা চেয়েছেন একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং তা সংবিধানসম্মতভাবে।’
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পুরোনো রেলওয়ে স্টেশন চত্বরে শান্তি শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তাদের জানিয়ে দিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু সংবিধানসম্মত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। এতে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট হয়েছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি কখনো আমাদের সঙ্গে আলোচনায় উপস্থাপন করেনি। এ কারণেই বিএনপি চরম হতাশায় ভুগছে।’
মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাদের মুরব্বি মেনেছেন, তারা বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করলেও আপনাদের সরকার পতনের দফাভিত্তিক রাজনীতির রহস্য কোথায়?
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি এবং আসবেও না।
সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘এই সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে, সে বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি–জামায়াতের নাশকতার বিরুদ্ধে আমরা শান্তি ও শোভাযাত্রা শুরু করেছি।’
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২০ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে