Ajker Patrika

বারের পরীক্ষায় পাসের জন্য ৪৫ লাখ টাকা দিয়ে ধরা খেলেন ১৭ শিক্ষানবিশ আইনজীবী 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩: ২১
বারের পরীক্ষায় পাসের জন্য ৪৫ লাখ টাকা দিয়ে ধরা খেলেন ১৭ শিক্ষানবিশ আইনজীবী 

কুমিল্লায় প্রতারণার মাধ্যমে শিক্ষানবিশ আইনজীবীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই ব্যক্তি আইনজীবী পরিচয়ে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে এ অর্থ হাতিয়ে নেন। 

আজ সোমবার নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে আজ ভোরে নগরীর ধর্মসাগর এলাকা থেকে প্রতারক কথিত অ্যাডভোকেট মো. এহতেশামুল হক নোমান ও সহযোগী তার শ্যালক জাহিদ হাসান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। নোমান নগরীর ঝাউতলা এলাকার ও জাহিদ হাসান বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার বাসিন্দা। 

আসামি মো. এহতেশামুল হক নোমান (৩৪) কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ২০১৪ সালে তিন লাখ টাকার বিনিময়ে জনৈক ফারুক নামের এক ব্যক্তির কাছ থেকে আইন বিষয়ে অনার্স উত্তীর্ণ সার্টিফিকেট সংগ্রহ করেন। পরে কুমিল্লা কোর্টে বিভিন্ন আইনজীবীদের সহযোগী হিসেবে কাজ করেন। একপর্যায়ে নিজের নামে একটি ভুয়া অ্যাডভোকেট কার্ড ও মানবাধিকার কার্ড তৈরি করে আদালতে সিনিয়র আইনজীবী হিসেবে পরিচয় দিতে থাকেন।’ 

র‍্যাবের হাতে জব্দ মালামাল। ছবি: আজকের পত্রিকাতিনি আরও বলেন, ‘তা ছাড়া কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিচয়ে ভিজিটিং কার্ডও ব্যবহার করতেন। এ সময় আদালতে আসা শিক্ষানবিশ অনেক আইনজীবীকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ও প্রতারক নোমানের বিভিন্ন কৌশল বুঝতে পেরে প্রতারণার শিকার ১৭ জন ভুক্তভোগী বিষয়টি র‍্যাবকে জানায়। এর আগে বিভিন্ন দফায় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকার হাতিয়ে নেয় ওই প্রতারক। অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে নগরীর ধর্মসাগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’ 

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, সার্টিফিকেট, ব্যাংকের চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রিনশট, আইনজীবী সংবলিত মনোগ্রামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’ এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত