নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরীর হাজারী গলির সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় সিলগালা করা দোকানগুলো খোলা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে ‘ইসকন’ নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তেজনা প্রশমনে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলায় কমপক্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় ৫৮২ জনকে আসামি করে মামলা হয়। এর মধ্যে ৮২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
হামলার ঘটনায় নগরের বৃহৎ স্বর্ণ ও ওষুধের পাইকারি বাজার হাজারী গলির প্রবেশমুখসহ বেশ কিছু দোকানপাট সিলগালা করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বসান। গ্রেপ্তারের ভয়ে ওই এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা আত্মগোপনে চলে যান।
উত্তেজনা ও হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীর ইন্ধন থাকার তথ্য পাওয়ার দাবি করেছেন গোয়েন্দারা। এ নিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
ওই ঘটনায় ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জিব বিশ্বাস সাজু ও আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যক্তিগত সহকারী বলরাম চক্রবর্তী বলয়ের ইন্ধন ছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।
শক্ত পদক্ষেপ চায় ভারত
চট্টগ্রামে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গতকাল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘এটি স্পষ্ট, কিছু উগ্রপন্থী গোষ্ঠী এই ধরনের পোস্ট ও অবৈধ অপরাধমূলক কার্যক্রমের পেছনে রয়েছে। এর ফলে সম্প্রদায়ের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি হবে। আমরা আবারও বাংলাদেশ সরকারের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এক দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরীর হাজারী গলির সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় সিলগালা করা দোকানগুলো খোলা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে ‘ইসকন’ নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তেজনা প্রশমনে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলায় কমপক্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় ৫৮২ জনকে আসামি করে মামলা হয়। এর মধ্যে ৮২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
হামলার ঘটনায় নগরের বৃহৎ স্বর্ণ ও ওষুধের পাইকারি বাজার হাজারী গলির প্রবেশমুখসহ বেশ কিছু দোকানপাট সিলগালা করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বসান। গ্রেপ্তারের ভয়ে ওই এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা আত্মগোপনে চলে যান।
উত্তেজনা ও হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীর ইন্ধন থাকার তথ্য পাওয়ার দাবি করেছেন গোয়েন্দারা। এ নিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
ওই ঘটনায় ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জিব বিশ্বাস সাজু ও আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যক্তিগত সহকারী বলরাম চক্রবর্তী বলয়ের ইন্ধন ছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।
শক্ত পদক্ষেপ চায় ভারত
চট্টগ্রামে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গতকাল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘এটি স্পষ্ট, কিছু উগ্রপন্থী গোষ্ঠী এই ধরনের পোস্ট ও অবৈধ অপরাধমূলক কার্যক্রমের পেছনে রয়েছে। এর ফলে সম্প্রদায়ের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি হবে। আমরা আবারও বাংলাদেশ সরকারের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২১ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে