পরশুরাম (ফেনী) প্রতিনিধি
পরশুরামে দোকান কর্মচারী মো. শাহীন চৌধুরী হত্যা মামলায় দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক সিরাজ উদ্দিন এ আদেশ দিয়েছেন।
জানা যায়, পরশুরামের উত্তর বাজারে আবু বক্কর ছিদ্দিকের ফিশ ফিডের দোকানের কর্মচারী শাহীন চৌধুরীকে বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে গত বছরের ২৩ ডিসেম্বর হত্যা করা হয়। হত্যার অভিযোগে আবুল হাশেমসহ মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টোকে দুই নম্বর আসামি করে ৬ জনের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ফিরোজা আক্তার।
গত মঙ্গলবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি বিশেষ টিম প্রযুক্তি ব্যবহার করে টঙ্গীর চেরাগআলি নামক স্থান থেকে নুরুজ্জামান ভুট্টোকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পরশুরাম থানা-পুলিশ চারজনকে গ্রেপ্তার করেন। এর আগে গত ২৫ ডিসেম্বর মো. রহিম ও মো. আরিপ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ আরও দুই আসামি এনায়েত হোসেন আকাশ ও আজিমকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য শাহীন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত দুই নম্বর আসামি মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত রিমান্ডের আবেদন শুনানির তারিখ পিছিয়েছেন।
ফেনী জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী তারেক আজিজ বলেন, এর আগে গ্রেপ্তারকৃত দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার দুই নম্বর আসামি নুরুজ্জামান ভুট্টোর রিমান্ড আবেদন শুনানির তারিখ পিছিয়েছেন আদালত।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরশুরামে দোকান কর্মচারী মো. শাহীন চৌধুরী হত্যা মামলায় দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক সিরাজ উদ্দিন এ আদেশ দিয়েছেন।
জানা যায়, পরশুরামের উত্তর বাজারে আবু বক্কর ছিদ্দিকের ফিশ ফিডের দোকানের কর্মচারী শাহীন চৌধুরীকে বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে গত বছরের ২৩ ডিসেম্বর হত্যা করা হয়। হত্যার অভিযোগে আবুল হাশেমসহ মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টোকে দুই নম্বর আসামি করে ৬ জনের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ফিরোজা আক্তার।
গত মঙ্গলবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি বিশেষ টিম প্রযুক্তি ব্যবহার করে টঙ্গীর চেরাগআলি নামক স্থান থেকে নুরুজ্জামান ভুট্টোকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পরশুরাম থানা-পুলিশ চারজনকে গ্রেপ্তার করেন। এর আগে গত ২৫ ডিসেম্বর মো. রহিম ও মো. আরিপ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ আরও দুই আসামি এনায়েত হোসেন আকাশ ও আজিমকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য শাহীন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত দুই নম্বর আসামি মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত রিমান্ডের আবেদন শুনানির তারিখ পিছিয়েছেন।
ফেনী জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী তারেক আজিজ বলেন, এর আগে গ্রেপ্তারকৃত দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার দুই নম্বর আসামি নুরুজ্জামান ভুট্টোর রিমান্ড আবেদন শুনানির তারিখ পিছিয়েছেন আদালত।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
২ ঘণ্টা আগে