নুরের বক্তব্যের সময় বিদ্যুৎবিভ্রাট, ‘জড়িতদের চাকরিচ্যুত করতে হবে’

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২১: ২৮
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২২: ০১
মাইজদীতে হরিনারায়ণপুর স্কুল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর মাইজদীতে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎবিভ্রাটে ক্ষোভ জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় নেতা-কর্মীরা নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পরে বিদ্যুৎ লাইন সচল হয়।

ঘটনাটি ঘটে আজ শনিবার বিকেলে মাইজদীতে হরিনারায়ণপুর স্কুল মাঠে।

বিদ্যুৎ বন্ধ থাকার সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হ্যান্ড মাইকে বলেন, ‘ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে। বিদ্যুতের লাইন যারা বন্ধ করেছে তাদের চাকরিচ্যুত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। আমার বক্তব্যের শুরুতেই ষড়যন্ত্র করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণঅধিকার পরিষদের জোয়ার ঠেকানো যাবে না।’

মাইজদীতে হরিণারায়নপুর স্কুল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
মাইজদীতে হরিণারায়নপুর স্কুল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

এ সময় নোয়াখালী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকারের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রহিম।

এদিকে বিদ্যুৎবিভ্রাটে বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল ২টা থেকে ৫টা পর্যন্ত প্রোগ্রাম করবেন। কিন্তু ৫টার পরও প্রোগ্রাম চালিয়ে যাবেন, তা আমাদের অবগত করেননি। এখানে ভুল-বোঝাবুঝি হয়েছে। পরে তারা ফোন করার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেছি। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত