উখিয়া রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৮
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৩

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে দেশে তৈরি অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আজ শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি ক্যাম্প-১১ (ব্লক-বি/ ১৫)-এর আজিম আলীর ছেলে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে মোস্তাক আহমদ (২৭) নামের এক রোহিঙ্গাকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।

মো. কামরান হোসেন জানান, মোস্তাকের বসতঘর তল্লাশি করে তাঁর বিছানার বালিশের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ বলেন, অস্ত্রসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত