কুতুবদিয়ায় দায়িত্ব গ্রহণ করলেন নব নির্বাচিত ৫ ইউপি সদস্য

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ২২: ৪৮

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার উপজেলার উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং, লেমশীখালী, কৈয়ারবিল, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। 

নিজ নিজ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। 

গত ২০ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টি ইউনিয়নে উত্তর ধূরুং ইউনিয়নে আবদুল হালিম সিকদার, দক্ষিণ ধূরুং ইউনিয়নে আলাউদ্দিন আল আযাদ, লেমশীখালী ইউনিয়নে আলহাজ্ব আকতার হোছাইন, কৈয়ারবিল ইউনিয়নে আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়নে জাহাঙ্গীর আলম সিকদার নির্বাচিত হন। 

নির্বাচিত ৫ চেয়ারম্যানদের ১৩ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শপথ বাক্য পাঠ করান। ১৬ অক্টোবর কুতুবদিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত