Ajker Patrika

হাতিয়ার সব ধরনের নৌযোগাযোগ বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৭: ২৯
হাতিয়ার সব ধরনের নৌযোগাযোগ বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে গভীর নিম্নচাপের কারণে ৪ নম্বর সতর্কসংকেত ঘোষণা করার পর এই ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী। 

ইউএনও আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌচলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদারকে সজাগ থাকতে বলা হয়েছে। 

এ ছাড়া সিপির সদস্যরা জনগণকে সতর্ক করতে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করেন। সিপিপির ১৭৭টি ইউনিটের সদস্যরা বিভিন্ন ইউনিটে এই পতাকা উত্তোলন করেন। হাতিয়ার সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ১৭৭টি ইউনিটের প্রায় ৩ হাজার ২০০ সদস্য প্রস্তুত রয়েছেন। 

এদিকে হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে এসেছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট-বড় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে আসার জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত