কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝি জাবেদ আহমদের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নদীর হামিদচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় তিনি নদীতে নিখোঁজ হন।
জাবেদ আহমদের ছোট ভাই মীর আহমদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধারের পর রাত ১টার দিকে দাফন করা হয়েছে।
জাবেদ আহমদ কর্ণফুলী উপজেলার শিকলবাহার ১ নম্বর ওয়ার্ড বাইট্টা গোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিকলবাহা এলাকা থেকে নিজের নৌকায় দুজন যাত্রীকে কর্ণফুলী নদীর কোলাগাঁও এলাকায় ভাসমান একটি বাল্কহেডে (নৌযান) নিয়ে যান জাবেদ। ওই বাল্কহেডের সঙ্গে নৌকাটি রশি দিয়ে বেঁধে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন। এ সময় রশি খুলে নৌকাটি ভেসে যাচ্ছিল। নিজের নৌকা ধরতে বাল্কহেড থেকে নদীতে ঝাঁপ দেন জাবেদ। কিছু দূর সাঁতরে যাওয়ার পর তিনি পানিতে তলিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাঝি জাবেদ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝি জাবেদ আহমদের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নদীর হামিদচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় তিনি নদীতে নিখোঁজ হন।
জাবেদ আহমদের ছোট ভাই মীর আহমদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধারের পর রাত ১টার দিকে দাফন করা হয়েছে।
জাবেদ আহমদ কর্ণফুলী উপজেলার শিকলবাহার ১ নম্বর ওয়ার্ড বাইট্টা গোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিকলবাহা এলাকা থেকে নিজের নৌকায় দুজন যাত্রীকে কর্ণফুলী নদীর কোলাগাঁও এলাকায় ভাসমান একটি বাল্কহেডে (নৌযান) নিয়ে যান জাবেদ। ওই বাল্কহেডের সঙ্গে নৌকাটি রশি দিয়ে বেঁধে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন। এ সময় রশি খুলে নৌকাটি ভেসে যাচ্ছিল। নিজের নৌকা ধরতে বাল্কহেড থেকে নদীতে ঝাঁপ দেন জাবেদ। কিছু দূর সাঁতরে যাওয়ার পর তিনি পানিতে তলিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাঝি জাবেদ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেফেনীর কসকা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজির দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে কমিটি বিলুপ্তির দাবি একাংশের নেতা-কর্মীরা। তাঁরা সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।
১ ঘণ্টা আগেআসামিদের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে অ্যাডহক ভিত্তিতে মোট ২২০ জনকে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ ও তাঁদের মেয়াদ বৃদ্ধির অভিযোগ আনা হয়েছে। প্রাক্তন উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে