আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মোগরা ইউনিয়নের নিলাখাদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
আহত এসআই বাবুল মিয়া বলেন, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল চলছিল। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ অন্য পুলিশ সদস্যরা চলে আসছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
বাবুল মিয়া আরও বলেন, হামলায় তাঁর মাথা ফেটে গেছে এবং বাঁ হাতে আঘাত পেয়েছেন। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজীব হাসান বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বাঁ হাতেও প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকায় কর্তৃপক্ষকে মাহফিল সংক্ষিপ্ত করতে বলা হয়। এ সময় মাওলানা তাহেরী পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। পরে পুলিশ সদস্যরা ফিরে আসার পথে তাহেরীর ভক্তদের ছোড়া ঢিলে পুলিশের এসআই মাথায় আঘাত পান। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মোগরা ইউনিয়নের নিলাখাদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
আহত এসআই বাবুল মিয়া বলেন, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল চলছিল। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ অন্য পুলিশ সদস্যরা চলে আসছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
বাবুল মিয়া আরও বলেন, হামলায় তাঁর মাথা ফেটে গেছে এবং বাঁ হাতে আঘাত পেয়েছেন। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজীব হাসান বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বাঁ হাতেও প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকায় কর্তৃপক্ষকে মাহফিল সংক্ষিপ্ত করতে বলা হয়। এ সময় মাওলানা তাহেরী পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। পরে পুলিশ সদস্যরা ফিরে আসার পথে তাহেরীর ভক্তদের ছোড়া ঢিলে পুলিশের এসআই মাথায় আঘাত পান। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’
একটি বিয়েকে কেন্দ্র করে ১৯টি মামলা। বিয়ের আগে এবং বিচ্ছেদের পরে মামলাগুলো হয়েছে। বিচ্ছেদে যাওয়া স্বামী করেছেন ৭টি মামলা, আর স্ত্রী করেছেন ১২টি। এ ঘটনা ঘটেছে রাজশাহী নগরে। ভুক্তভোগীরা হলেন রাজশাহীর ছাপাখানা ব্যবসায়ী আবুল কালাম আজাদ রিংকু (২৮) এবং তাঁর সাবেক স্ত্রী প্রিয়া খাতুন (২১)। মামলার তথ্য...
৪ মিনিট আগেসড়কের উপরিভাগের কোথাও ছোট-বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। কোথাও পিচ জড়ো হয়ে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবি। অসহনীয় ধুলার যন্ত্রণার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও যাত্রী-সাধারণ। এ চিত্র যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকার। শুধু এ স্থানই নয়; এই সড়কের যশোর অংশের ১০ কিলোমিটারই বেহাল।
৭ মিনিট আগেগুরুত্বপূর্ণ বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কে যান চলাচলের জন্য গাজীপুরের শ্রীপুরে মাটিকাটা নদীতে রয়েছে সরু একটি সেতু। তবে বরমী বাজারের পাশের এ সেতুতে দুটি গাড়ি পাশাপাশি যেতে না পারায় দুই প্রান্তে সব সময় যানজট লেগেই থাকে।
১৮ মিনিট আগেচট্টগ্রাম নগরের নতুন ব্রিজ মোড় থেকে টাইগারপাস পর্যন্ত ১৭ নম্বর রুটে বৈধ-অবৈধ মিলিয়ে সাড়ে ৩ শ অটোটেম্পো চলাচল করে। দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। বিভিন্ন সময় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও ৫ আগস্ট পর্যন্ত তাঁদের কিছুই হয়নি।
২২ মিনিট আগে