Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের ১০টি গাড়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের ১০টি গাড়িকে জরিমানা

নিবন্ধন না থাকায় চট্টগ্রাম বন্দরে টার্মিনাল অপারেটরের দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের ১০টি ট্রেইলারকে তিন লাখ টাকা জরিমানা করেছে বিআরটিএ। আজ মঙ্গলবার বন্দর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন–চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু। সঙ্গে ছিলেন বিআরটিএর চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা। 

এ বিষয়ে মাহমুদ হাসান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘বন্দরে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ গাড়ি চলাচল বন্ধে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দরের ভেতরে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে অন্তত ৬০টি নানা ধরনের অবৈধ যানবাহনের তথ্য পাওয়া যায়। রেজিস্ট্রেশন নেই এমন ১০টি ট্রেইলারকে ৩০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

 এ ছাড়া সাইফ পাওয়ারটেকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে সবগুলো গাড়ি নিবন্ধনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত