ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর মঙ্গলবার আখাউড়া সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করে বিজেপি। যদিও আজ সীমান্ত এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
বিজেপি সমর্থকদের লংমার্চ কর্মসূচির ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। আখাউড়া স্থলবন্দরেও স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটকদের হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোনো যাত্রীকে হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।
ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, সোমবার যারা আগরতলায় গেছে তাদের শহরের ভেতরে কোনো হোটেল ভাড়া দেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে হোটেলে থেকেছেন।
মার্কেটে কেনাকাটা করতে গেলেও বাংলাদেশি পরিচয় পেলে কিছু বিক্রি করছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিরা। এ ছাড়া আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশি যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জানতে চাইলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘ভারত ফেরত যাত্রীরা নানা অভিযোগ জানাচ্ছেন। তাদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এবং ইমিগ্রেশনেও হয়রানি করা হচ্ছে। এসব কারণে মঙ্গলবার যাত্রী পারাপার সীমিত ছিল।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এ. এম. জাবের বিন জব্বার বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর মঙ্গলবার আখাউড়া সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করে বিজেপি। যদিও আজ সীমান্ত এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
বিজেপি সমর্থকদের লংমার্চ কর্মসূচির ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। আখাউড়া স্থলবন্দরেও স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটকদের হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোনো যাত্রীকে হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।
ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, সোমবার যারা আগরতলায় গেছে তাদের শহরের ভেতরে কোনো হোটেল ভাড়া দেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে হোটেলে থেকেছেন।
মার্কেটে কেনাকাটা করতে গেলেও বাংলাদেশি পরিচয় পেলে কিছু বিক্রি করছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিরা। এ ছাড়া আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশি যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জানতে চাইলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘ভারত ফেরত যাত্রীরা নানা অভিযোগ জানাচ্ছেন। তাদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এবং ইমিগ্রেশনেও হয়রানি করা হচ্ছে। এসব কারণে মঙ্গলবার যাত্রী পারাপার সীমিত ছিল।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এ. এম. জাবের বিন জব্বার বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’
দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
৪ মিনিট আগেনোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
৩১ মিনিট আগেপ্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৯ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৯ ঘণ্টা আগে