Ajker Patrika

পাহাড় ধসে কক্সবাজারে রেলপথ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২৫
পাহাড় ধসে কক্সবাজারে রেলপথ ক্ষতিগ্রস্ত

টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধস হয়েছে। এতে রেলপথের ওপর মাটি পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। অন্যদিকে ঝোড়ো বাতাসে সীতাকুণ্ডে রেলপথে গাছ ভেঙে পড়েছে। 

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আজ শুক্রবার টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে মাটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এখন ওই রুটে ট্রেন চলাচল করছে বলে জানান সাইফুল ইসলাম।

এদিকে ঝোড়ো বাতাসে চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের ওপর দুটি গাছ ভেঙে পড়েছে। দুপুরের দিকে এই দুটি গাছ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর গাছ দুটি সরিয়ে ফেলা হয়। তবে এই রুটে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি বলে জানান রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল বারেক জানান, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত