Ajker Patrika

কক্সবাজারে পাহাড় কাটায় কৃষক লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০: ০১
কক্সবাজারে পাহাড় কাটায় কৃষক লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় চারটি পাহাড় কেটে আবাসিক এলাকা তৈরির অভিযোগে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুছ ছালাম বাদী হয়ে সদর মডেল থানায় পৃথক চারটি মামলা দায়ের করেন। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাগুলোতে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহরের রুমালিয়ারছড়া এলাকার মৃত মুসলেহ উদ্দিন চৌধুরীর ছেলে আতিক উদ্দিন চৌধুরী ছাড়াও আসামি হিসেবে রয়েছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম মানিক (৩৬), কক্সবাজার পৌরসভার বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা কালীচরণ বড়ুয়ার ছেলে লিটন বড়ুয়া (৪৪), ঈদগাও মাইজপাড়া এলাকার বাসিন্দা লেদু মিয়ার মেয়ে রশিদা বেগম (৩৮), পেকুয়া উপজেলার বারবাকিয়া শিলখালী এলাকার বাসিন্দা মৌলভী করিমদাদের ছেলে মুজিবুল হক (৬৫), কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ও মুহাম্মদ নুরুল ইসলাম নামের এক ব্যক্তি।কক্সবাজার শহরের কলাতলী এলাকায় চারটি পাহাড় কেটে প্লট বানানো হচ্ছিল। ছবি: সংগৃহীতপরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কলাতলী এলাকায় চারটি সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে  বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে, গত ২৮ সেপ্টেম্বর পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা। তাঁরা চারটি স্থানে পাহাড় কাটার প্রমাণ পান। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে মামলা করে পরিবেশ অধিদপ্তর। 

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন বলেন, ‘শহরের কলাতলী এলাকার চারটি স্থান পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। জড়িতদের নাম-ঠিকানা সংগ্রহ করতে কয়েক দিন দেরি হওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ উপদেষ্টার নির্দেশনা ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত