ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামিক বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীর নেতৃত্বে বের হওয়া জশনে জুলুসে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দাওয়াতে ঈমানী বাংলাদেশের কর্মীদের ধাক্কাধাক্কি হয়।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ভাদুঘর শাহী মসজিদ থেকে বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের বাধার মুখে ভাদুঘর বাস টার্মিনালে এসে শেষ হয়।
ভাদুঘর বাস টার্মিনাল থেকে জেলা শহরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
এ বিষয়ে জানতে দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক কাজী মাওলানা অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল, ভাদুঘর বাস টার্মিনাল পর্যন্ত জশনে জুলুস করা যাবে। আমরা সেই মোতাবেক করেছি। তবে কিছু অতি উৎসাহী ছেলে র্যালি নিয়ে সামনের দিকে গেলে পুলিশ বাধা দিয়ে থামিয়ে দেয়।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘জশনে জুলুসের নিরাপত্তায় পুলিশ ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় ছিল।’
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ভাদুঘর শাহী মসজিদ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামিক বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীর নেতৃত্বে বের হওয়া জশনে জুলুসে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দাওয়াতে ঈমানী বাংলাদেশের কর্মীদের ধাক্কাধাক্কি হয়।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ভাদুঘর শাহী মসজিদ থেকে বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের বাধার মুখে ভাদুঘর বাস টার্মিনালে এসে শেষ হয়।
ভাদুঘর বাস টার্মিনাল থেকে জেলা শহরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
এ বিষয়ে জানতে দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক কাজী মাওলানা অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল, ভাদুঘর বাস টার্মিনাল পর্যন্ত জশনে জুলুস করা যাবে। আমরা সেই মোতাবেক করেছি। তবে কিছু অতি উৎসাহী ছেলে র্যালি নিয়ে সামনের দিকে গেলে পুলিশ বাধা দিয়ে থামিয়ে দেয়।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘জশনে জুলুসের নিরাপত্তায় পুলিশ ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় ছিল।’
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ভাদুঘর শাহী মসজিদ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
৯ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
২১ মিনিট আগে