ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থীর বাড়ি একই ইউনিয়নে। তাঁরা দুজনই উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
ওই দুই প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কেন্দ্রীয় মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং আরেকজন হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি (স্বতন্ত্র প্রার্থী) ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের বাসিন্দা (বিএনএম) প্রার্থী মোহাম্মদ শাহজাহান। একই ইউনিয়নের পাশের কাওনিয়া গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য হন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি সংসদ সদস্য থাকাকালীন ফরিদগঞ্জে শিক্ষা-সামাজিক, ধর্মীয়, চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন।
বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেন, ফরিদগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কারণে তাঁরা নির্বাচনের মাঠে মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার হয়ে কাজ করছেন।
এদিকে মোহাম্মদ শাহজাহান গত নির্বাচনে অংশ না নিলেও আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন। বর্তমানে তিনি বিএনএমের কেন্দ্রীয় কমিটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
তাঁরা দুজনই বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে থাকলেও একে অপরের মুখোমুখি হয়েছেন এই প্রথম। তাঁরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। গতকাল সোমবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে দুজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মাদ শফিকুর রহমান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থীর বাড়ি একই ইউনিয়নে। তাঁরা দুজনই উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
ওই দুই প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কেন্দ্রীয় মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং আরেকজন হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি (স্বতন্ত্র প্রার্থী) ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের বাসিন্দা (বিএনএম) প্রার্থী মোহাম্মদ শাহজাহান। একই ইউনিয়নের পাশের কাওনিয়া গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য হন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি সংসদ সদস্য থাকাকালীন ফরিদগঞ্জে শিক্ষা-সামাজিক, ধর্মীয়, চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন।
বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেন, ফরিদগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কারণে তাঁরা নির্বাচনের মাঠে মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার হয়ে কাজ করছেন।
এদিকে মোহাম্মদ শাহজাহান গত নির্বাচনে অংশ না নিলেও আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন। বর্তমানে তিনি বিএনএমের কেন্দ্রীয় কমিটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
তাঁরা দুজনই বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে থাকলেও একে অপরের মুখোমুখি হয়েছেন এই প্রথম। তাঁরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। গতকাল সোমবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে দুজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মাদ শফিকুর রহমান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
৩ মিনিট আগেখাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
২৫ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে