নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ২২ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় চালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অ্যাম্বুলেন্সচালক মো. শাহিদ সোহেল (৪৫) ও শিমুল শর্মা (২৩)। এদের মধ্যে শাহিদ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মতিয়ারপুল এবং শিমুল কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, রায় ঘোষণার সময় আসামি শিমুল শর্মা উপস্থিত ছিলেন। অন্য আসামি বিচার চলাকালীন জামিনে গিয়ে পলাতক থাকেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ভূপাল চন্দ্র পাল।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালে ৩১ আগস্ট সীতাকুণ্ড মহাসড়কে চট্টগ্রাম শহর থেকে আসা একটি অ্যম্বুল্যান্সে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৩৬০ ইয়াবা উদ্ধার করে র্যাব-৭। ওই ঘটনায় আটক হয় অ্যাম্বুলেন্সচালক ও তাঁর সহকারী। পরদিন সীতাকুণ্ড থানায় দুজনকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করে র্যাব।
র্যাবের দেওয়া এজাহারে বলা হয়, অভিযুক্তরা অ্যাম্বুলেন্সচালক ও সহকারী সেজে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনীর বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ২২ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় চালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অ্যাম্বুলেন্সচালক মো. শাহিদ সোহেল (৪৫) ও শিমুল শর্মা (২৩)। এদের মধ্যে শাহিদ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মতিয়ারপুল এবং শিমুল কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, রায় ঘোষণার সময় আসামি শিমুল শর্মা উপস্থিত ছিলেন। অন্য আসামি বিচার চলাকালীন জামিনে গিয়ে পলাতক থাকেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ভূপাল চন্দ্র পাল।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালে ৩১ আগস্ট সীতাকুণ্ড মহাসড়কে চট্টগ্রাম শহর থেকে আসা একটি অ্যম্বুল্যান্সে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৩৬০ ইয়াবা উদ্ধার করে র্যাব-৭। ওই ঘটনায় আটক হয় অ্যাম্বুলেন্সচালক ও তাঁর সহকারী। পরদিন সীতাকুণ্ড থানায় দুজনকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করে র্যাব।
র্যাবের দেওয়া এজাহারে বলা হয়, অভিযুক্তরা অ্যাম্বুলেন্সচালক ও সহকারী সেজে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনীর বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতে মামলাটি করেন স্থানীয় সাংবাদিক মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল।
১৯ মিনিট আগেগণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ‘বিএনপি মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন, কারণ এই পট পরিবর্তনের পর আমরা যদি এখনই সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে বিভক্ত হয়ে যাই, তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে।
২৪ মিনিট আগেযশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মনিরামপুর পৌরশহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রুবেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌর শহরের গুনাইগাছ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে