Ajker Patrika

কক্সবাজারে পাহাড়ধসে আরেক শিশুর মৃত্যু, এক দিনে মারা গেল ৪ জন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২: ৪৫
কক্সবাজারে পাহাড়ধসে আরেক শিশুর মৃত্যু, এক দিনে মারা গেল ৪ জন

টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরে পাহাড়ধসে মীম জান্নাত (১৩) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের সৈকতপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মীম কক্সবাজার পৌরসভার সৈকতপাড়ার মোহাম্মদ সেলিমের মেয়ে। এর আগে সদরের পৃথক স্থানে দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত তিন সপ্তাহে কক্সবাজারে পৃথক পাহাড়ধসের ঘটনায় ১৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক দিনে ১০ জনের মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারী বর্ষণের সময় সৈকতপাড়ায় পাহাড়ধসে স্থানীয় বাসিন্দা সেলিমের ঘর চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আহত অবস্থায় এবং মাটি সরিয়ে শিশু মীমের লাশ উদ্ধার করেন।

ওসি রকিবুজ্জামান আরও বলেন, গত বুধবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে টানা মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের সিকদার বাজার, এবিসি ঘোনা ও দুপুরে সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়।

এর আগে গত ৩ জুলাই উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের দুটি ক্যাম্পে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড়ধসে আটজন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুই দিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত