চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) 
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৯

নোয়াখালীর চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডে অবস্থিত চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার। গতকাল বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি নিশ্চিত করেন।

বুধবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান না থাকা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তিনি। এ অবস্থায় তিনি হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই হাসপাতাল দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে রোগীদের হয়রানিসহ চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম করে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার সিভিল সার্জন আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে আসেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে এটি সিলগালা করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত