সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী গ্রামের আবদুল্লা আল মামুন নামের এক কৃষকের তিন একর জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোরে উপজেলার চরজুবিলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। কৃষক আবদুল্লা আল মামুনের বাড়ি ওই ওয়ার্ডে গ্রামে। পিতার নাম ফকির হোসেন।
কৃষক আবদুল্লা আল মামুন বলেন, ‘গত কয়েক দিন আবহাওয়া খারাপ হওয়ায় তড়িঘড়ি করে ধানগুলো কাটা হয়। তাই কাটা ধান বাড়ির পাশের জমিতে গাদা দিয়ে রেখে বাড়িতে যাই। আজ সকালে স্থানীয় কয়েকজন ফোন করে জানান কে বা কারা আমার ধানের গাদায় আগুন দিয়েছে। পরে জমিতে গিয়ে দেখি তিন একর জমির বিচুলিসহ ধান পুড়ে গেছে। এই ধান থেকেই আমার পরিবারের আগামী এক বছরের খাওয়ার চালের ব্যবস্থা হতো। এ ছাড়া এখনো ধান কাটার কাজের লোকের টাকা পরিশোধ করতে পারিনি। কিছু ধান নিয়ে বিক্রি করে তাঁদের দেনা পরিশোধ করার কথা ছিল।’
প্রতিবেশী ফয়েজ আহমেদ বলেন, ‘আবদুল্লা আল মামুনের তিন একর জমিতে প্রায় ১১০ মণের অধিক ধান হতো। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা। আর গো-খাদ্যের জন্য বিচুলির দাম তো আরও বেশি। তিন একর জমি চাষ করতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। সার, কীটনাশক ও বীজ মিলিয়ে আরও প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। মজুরি খরচসহ সব মিলিয়ে তাঁর প্রায় ৮০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’
এ নিয়ে চরজুবিলী ইউপি ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, ‘আবদুল্লা আল মামুনের আর্থিক অবস্থাও খারাপ। এই ধান তাঁর পরিবারের আগামী এক বছরের চলার মতো ছিল, যা দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। তবে এর পেছনে যে বা যারাই জড়িত রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হবে। এর পেছনে কে বা কারা রয়েছে, খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত ধানচাষি যেন ক্ষতিপূরণ পান, সে জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী গ্রামের আবদুল্লা আল মামুন নামের এক কৃষকের তিন একর জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোরে উপজেলার চরজুবিলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। কৃষক আবদুল্লা আল মামুনের বাড়ি ওই ওয়ার্ডে গ্রামে। পিতার নাম ফকির হোসেন।
কৃষক আবদুল্লা আল মামুন বলেন, ‘গত কয়েক দিন আবহাওয়া খারাপ হওয়ায় তড়িঘড়ি করে ধানগুলো কাটা হয়। তাই কাটা ধান বাড়ির পাশের জমিতে গাদা দিয়ে রেখে বাড়িতে যাই। আজ সকালে স্থানীয় কয়েকজন ফোন করে জানান কে বা কারা আমার ধানের গাদায় আগুন দিয়েছে। পরে জমিতে গিয়ে দেখি তিন একর জমির বিচুলিসহ ধান পুড়ে গেছে। এই ধান থেকেই আমার পরিবারের আগামী এক বছরের খাওয়ার চালের ব্যবস্থা হতো। এ ছাড়া এখনো ধান কাটার কাজের লোকের টাকা পরিশোধ করতে পারিনি। কিছু ধান নিয়ে বিক্রি করে তাঁদের দেনা পরিশোধ করার কথা ছিল।’
প্রতিবেশী ফয়েজ আহমেদ বলেন, ‘আবদুল্লা আল মামুনের তিন একর জমিতে প্রায় ১১০ মণের অধিক ধান হতো। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা। আর গো-খাদ্যের জন্য বিচুলির দাম তো আরও বেশি। তিন একর জমি চাষ করতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। সার, কীটনাশক ও বীজ মিলিয়ে আরও প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। মজুরি খরচসহ সব মিলিয়ে তাঁর প্রায় ৮০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’
এ নিয়ে চরজুবিলী ইউপি ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম বলেন, ‘আবদুল্লা আল মামুনের আর্থিক অবস্থাও খারাপ। এই ধান তাঁর পরিবারের আগামী এক বছরের চলার মতো ছিল, যা দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। তবে এর পেছনে যে বা যারাই জড়িত রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হবে। এর পেছনে কে বা কারা রয়েছে, খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত ধানচাষি যেন ক্ষতিপূরণ পান, সে জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৫ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১ ঘণ্টা আগে