Ajker Patrika

আনোয়ারায় বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার এলাকায় আজ রোববার দুপুরে বাজার তদারকি অভিযান। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার এলাকায় আজ রোববার দুপুরে বাজার তদারকি অভিযান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন অপরাধে ১১ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ এই অভিযান চালান।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১১ ব্যবসায়ীকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন অপরাধে ১১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ইউএনও আরও বলেন, সড়ক ও ফুটপাত দখল করে ইফতারসামগ্রী বিক্রি না করার জন্য হোটেল-রেস্তোরাঁর মালিকদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত