কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিদিন
চট্টগ্রামের আনোয়ারায় আবাদি জমির টপ সয়েল (ফসলি জমির উপরিভাগের মাটি) বিক্রির হিড়িক পড়েছে। এতে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে কৃষিজমি। প্রভাবশালী ভূমিখেকোরা আইনের তোয়াক্কা না করেই অবাধে চালাচ্ছে এই মাটির ব্যবসা। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে জমির মালিকেরা মাটি বিক্রি করতে না চাইলেও তাঁদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হচ্ছে।
এদিকে এসব মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। তাই কৃষকেরা লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
অবাধে মাটি কাটার ফলে একদিকে যেমন কমে যাচ্ছে ফসলি জমি, অন্যদিকে ঝুঁকিতে পড়ছে সেতু, রাস্তাঘাট ও ঘরবাড়ি। ফসলি জমিতে এক্সকাভেটর (ভেকু) বসিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ডাম্পট্রাকে সড়কে নেওয়ার ফলে গ্রামীণ পাকা রাস্তা নষ্ট হচ্ছে।
সরেজমিন উপজেলার বারখাইনের তৈলারদ্বীপ, বটতলী ইউনিয়নের তুলাতলী ও রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা এলাকায় গিয়ে দেখা গেছে, মাটির ব্যবসায়ীরা ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছেন। এসব মাটি পাঠানো হচ্ছে বিভিন্ন নির্মাণাধীন বাড়ি, পুকুর ভরাটের কাজে ও ইটভাটায়। এ ছাড়া মাটিবোঝাই ভারী ডাম্পট্রাক চলার কারণে নষ্ট হচ্ছে রাস্তা। ধুলোবালুতে দূষিত হচ্ছে পরিবেশ।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে বারখাইনের তৈলারদ্বীপে অভিযান চালিয়ে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে মোহাম্মদ আরিফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মো. আবদুল্লাহ আল মুমিন।
এর আগে বটতলী ইউনিয়নের তুলাতলী ও রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শামসুল আলমকে ২ লাখ ৫০ হাজার এবং মো. হারুন অর রশীদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইশতিয়াক ইমন।
স্থানীয়রা জানান, প্রতিবছর এই মৌসুমে স্থানীয় একটি চক্র দিনদুপুরে বা রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করে দিচ্ছে। ওই সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীরাও জড়িত। চক্রটি প্রভাবশালী হওয়ায় সাধারণ কৃষকেরা ভয়ে চুপ থাকেন। চক্রটি জমির মালিকদের টাকার লোভ দেখিয়ে মাটির ব্যবসা করছেন। অবৈধভাবে ফসলি জমির এসব মাটি কেটে প্রতি ট্রাক ৮০০ থেকে ১২০০ টাকায় বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে সিন্ডিকেট সদস্যরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, মাটি কাটার সঙ্গে জড়িত মোহাম্মদ আরিফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে।
চট্টগ্রামের আনোয়ারায় আবাদি জমির টপ সয়েল (ফসলি জমির উপরিভাগের মাটি) বিক্রির হিড়িক পড়েছে। এতে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে কৃষিজমি। প্রভাবশালী ভূমিখেকোরা আইনের তোয়াক্কা না করেই অবাধে চালাচ্ছে এই মাটির ব্যবসা। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে জমির মালিকেরা মাটি বিক্রি করতে না চাইলেও তাঁদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হচ্ছে।
এদিকে এসব মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। তাই কৃষকেরা লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
অবাধে মাটি কাটার ফলে একদিকে যেমন কমে যাচ্ছে ফসলি জমি, অন্যদিকে ঝুঁকিতে পড়ছে সেতু, রাস্তাঘাট ও ঘরবাড়ি। ফসলি জমিতে এক্সকাভেটর (ভেকু) বসিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ডাম্পট্রাকে সড়কে নেওয়ার ফলে গ্রামীণ পাকা রাস্তা নষ্ট হচ্ছে।
সরেজমিন উপজেলার বারখাইনের তৈলারদ্বীপ, বটতলী ইউনিয়নের তুলাতলী ও রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা এলাকায় গিয়ে দেখা গেছে, মাটির ব্যবসায়ীরা ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছেন। এসব মাটি পাঠানো হচ্ছে বিভিন্ন নির্মাণাধীন বাড়ি, পুকুর ভরাটের কাজে ও ইটভাটায়। এ ছাড়া মাটিবোঝাই ভারী ডাম্পট্রাক চলার কারণে নষ্ট হচ্ছে রাস্তা। ধুলোবালুতে দূষিত হচ্ছে পরিবেশ।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে বারখাইনের তৈলারদ্বীপে অভিযান চালিয়ে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে মোহাম্মদ আরিফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মো. আবদুল্লাহ আল মুমিন।
এর আগে বটতলী ইউনিয়নের তুলাতলী ও রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শামসুল আলমকে ২ লাখ ৫০ হাজার এবং মো. হারুন অর রশীদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইশতিয়াক ইমন।
স্থানীয়রা জানান, প্রতিবছর এই মৌসুমে স্থানীয় একটি চক্র দিনদুপুরে বা রাতের আঁধারে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করে দিচ্ছে। ওই সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীরাও জড়িত। চক্রটি প্রভাবশালী হওয়ায় সাধারণ কৃষকেরা ভয়ে চুপ থাকেন। চক্রটি জমির মালিকদের টাকার লোভ দেখিয়ে মাটির ব্যবসা করছেন। অবৈধভাবে ফসলি জমির এসব মাটি কেটে প্রতি ট্রাক ৮০০ থেকে ১২০০ টাকায় বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে সিন্ডিকেট সদস্যরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, মাটি কাটার সঙ্গে জড়িত মোহাম্মদ আরিফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৬ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৬ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৬ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৯ ঘণ্টা আগে