রাঙামাটি প্রতিনিধি
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্ট (ইউপিডিএফ) কর্তৃক সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সদস্য চারুলতা তঞ্চঙ্গ্যা।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমা।
এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের কল্যাণপুর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে ও সহিংসতা চালানোর উদ্দেশ্য ইউপিডিএফ (প্রসীত পন্থী) সমাবেশের নাম করে গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয় ও চেয়ারম্যানের বাসভবন, সাবেক সংসদ সদস্যের বাসভবনে পরিকল্পিত হামলা চালানোর উদ্দেশ্যে এসেছিল।
ইউপিডিএফের এ উদ্দেশ্যের কথা জানতে পেরে রাঙামাটি শহরের স্থিতিশীলতা রক্ষার্থে ভেদভেদি টিভি কেন্দ্রে তাদের স্ব-স্ব এলাকায় ফিরে যেতে বলা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন ও যুব সমিতির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
এ সময় ইউপিডিএফের সন্ত্রাসীরা হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীদের যৌন হয়রানি ও সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুষ্টি চাকমা এবং একই শাখার তথ্য ও প্রচার সম্পাদক কাঞ্চনমালা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
ইউপিডিএফ প্রতিষ্ঠার পর থেকে অপহরণ, খুন, গুমসহ নানা ধরনের অপকর্ম চালিয়ে জুম্ম জনগণকে জিম্মি করে রেখেছে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিয়ে অপহরণ করা দুই নেত্রীকে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়ার দাবি জানান।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্ট (ইউপিডিএফ) কর্তৃক সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সদস্য চারুলতা তঞ্চঙ্গ্যা।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমা।
এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের কল্যাণপুর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে ও সহিংসতা চালানোর উদ্দেশ্য ইউপিডিএফ (প্রসীত পন্থী) সমাবেশের নাম করে গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয় ও চেয়ারম্যানের বাসভবন, সাবেক সংসদ সদস্যের বাসভবনে পরিকল্পিত হামলা চালানোর উদ্দেশ্যে এসেছিল।
ইউপিডিএফের এ উদ্দেশ্যের কথা জানতে পেরে রাঙামাটি শহরের স্থিতিশীলতা রক্ষার্থে ভেদভেদি টিভি কেন্দ্রে তাদের স্ব-স্ব এলাকায় ফিরে যেতে বলা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন ও যুব সমিতির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
এ সময় ইউপিডিএফের সন্ত্রাসীরা হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীদের যৌন হয়রানি ও সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুষ্টি চাকমা এবং একই শাখার তথ্য ও প্রচার সম্পাদক কাঞ্চনমালা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
ইউপিডিএফ প্রতিষ্ঠার পর থেকে অপহরণ, খুন, গুমসহ নানা ধরনের অপকর্ম চালিয়ে জুম্ম জনগণকে জিম্মি করে রেখেছে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে প্রশাসনকে দায়িত্ব নিয়ে অপহরণ করা দুই নেত্রীকে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়ার দাবি জানান।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
২৮ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে