প্রতিনিধি
নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরেক নেতার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদেরের কাছে এ দাবি জানান তিনি।
আজ সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে মিজানুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও আব্দুল কাদের মির্জার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে এসে সম্মিলিতভাবে তাকে প্রতিহত করা হবে।
আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ওপর হামলার ঘটনা ঘটে। তিনি নিজ কার্যালয়ে থেকে বসুরহাট যাওয়ার পথে কলাবাগান এলাকায় হামলার স্বীকার হন। তার পায়ে গুলি লাগে। আহত নুর নবী চৌধুরীকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান স্বপন।
মিজানুর রহমান বাদলের অভিযোগ, পৌর মেয়র কাদের মির্জার নির্দেশে তার ছোট ভাই শাহাদাত হোসেন ও তার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে নুর নবীকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। এতে তার এক পা গুলিবিদ্ধ হয় এবং অন্য পা ভেঙে যায়।
এদিকে বাদলের এই অভিযোগ অস্বীকার করেছেন মেয়র কাদের মির্জা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে মিজানুর রহমান বাদল বলেন, আপনি আর কত চুপ থাকবেন, আমাদেরকে আর কত চুপ থাকতে বলবেন। আপনি আমাদেরকে চুপ থাকতে বলেন। অথচ চাইলেই জনগণকে সাথে নিয়ে এ অপরাজনীতি আমরা প্রতিহত করতে পারি।
এসময় মিজানুর রহমান বাদলের পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান উপস্থিত ছিলেন।
নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরেক নেতার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদেরের কাছে এ দাবি জানান তিনি।
আজ সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে মিজানুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও আব্দুল কাদের মির্জার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে এসে সম্মিলিতভাবে তাকে প্রতিহত করা হবে।
আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ওপর হামলার ঘটনা ঘটে। তিনি নিজ কার্যালয়ে থেকে বসুরহাট যাওয়ার পথে কলাবাগান এলাকায় হামলার স্বীকার হন। তার পায়ে গুলি লাগে। আহত নুর নবী চৌধুরীকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান স্বপন।
মিজানুর রহমান বাদলের অভিযোগ, পৌর মেয়র কাদের মির্জার নির্দেশে তার ছোট ভাই শাহাদাত হোসেন ও তার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে নুর নবীকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। এতে তার এক পা গুলিবিদ্ধ হয় এবং অন্য পা ভেঙে যায়।
এদিকে বাদলের এই অভিযোগ অস্বীকার করেছেন মেয়র কাদের মির্জা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে মিজানুর রহমান বাদল বলেন, আপনি আর কত চুপ থাকবেন, আমাদেরকে আর কত চুপ থাকতে বলবেন। আপনি আমাদেরকে চুপ থাকতে বলেন। অথচ চাইলেই জনগণকে সাথে নিয়ে এ অপরাজনীতি আমরা প্রতিহত করতে পারি।
এসময় মিজানুর রহমান বাদলের পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ (জ্যেষ্ঠ স্পেশাল জজ) আদালতে মামলাটি করেন স্থানীয় সাংবাদিক মো. খালেদুজ্জামান পারভেজ বুলবুল।
১২ মিনিট আগেগণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ‘বিএনপি মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন, কারণ এই পট পরিবর্তনের পর আমরা যদি এখনই সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে বিভক্ত হয়ে যাই, তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে।
১৭ মিনিট আগেযশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মনিরামপুর পৌরশহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রুবেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌর শহরের গুনাইগাছ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে