Ajker Patrika

শোক দিবসের অনুষ্ঠানে গিয়ে ফেসবুকে ছবি পোস্ট, বিএনপির পৌর সভাপতিকে শোকজ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯: ৩৬
শোক দিবসের অনুষ্ঠানে গিয়ে ফেসবুকে ছবি পোস্ট, বিএনপির পৌর সভাপতিকে শোকজ

নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি ফেসবুকে পোস্ট করায় তাঁকে এই নোটিশ দেওয়া হয়।

গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কাজী আবদুর রহিমকে কারণ দর্শানো হয়। চিঠিতে কাজী আবদুর রহিম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জেলা কমিটির কাছে তাঁকে জবাব দিতে বলা হয়।

কাজী আবদুর রহিম হাতিয়া পৌর বিএনপির সভাপতি। তা ছাড়া তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।

হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভির উদ্দিন বলেন, কাজী আবদুর রহিম মাদ্রাসায় চাকরি করেন। সেই ক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে যেভাবে প্রচার করেছেন, তা অত্যন্ত আপত্তিকর। কারণ, এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামও। তাতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির নজরে আসায় তাঁকে শোকজ করা হয়েছে।

কাজী আবদুর রহিমকে শোকজের চিঠিকাজী আবদুর রহিমের পোস্ট করা সেই ছবিগুলো তাঁর ফেসবুক আইডি থেকে মুছে ফেলেছেন। তবে বিএনপির নেতা-কর্মীরা স্ক্রিনশট দিয়ে সেসব ছবি ফেসবুকে দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের কাছে আবেদন করছেন।

এ বিষয়ে কাজী আবদুর রহিম বলেন, ‘আমি একটি মাদ্রাসায় চাকরি করি। এটি একটি জাতীয় প্রোগ্রাম। তাতে আমি উপস্থিত থাকতেই পারি। তা ছাড়া জাতীয় নেতাদের (বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান) ছোট করে দেখার সুযোগ নেই। জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কাজী আবদুর রহিমকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত