Ajker Patrika

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় কৃষক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯: ৪৮
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় কৃষক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় আবুল কাশেম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের হাজীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টা বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত কৃষক আবুল কাশেম সদর উপজেলার শাকচরের মৃত বশির উল্যাহ সদ্দারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কৃষক আবুল কাশেম বাড়ি থেকে হাজীরহাট বাজারে আসছিলেন। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের হাজীরহাট বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এতে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ট্রাকটি ভাঙচুর করে জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় কৃষক নিহতের পর দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকাউল্লেখ্য, এ ঘটনার দুই দিন আগে একই সড়কে ট্রাকের চাপায় হোসনেয়ারা বেগম নামে এক নারী নিহত হন। এ সময় তাঁর শিশুসন্তান আশিক গুরুতর আহত হয়। 

এলাকাবাসীর অভিযোগ, সড়কে বেপরোয়াভাবে চলাচল করছে শতাধিক ডাম্পট্রাক। এই ট্রাকগুলো প্রতিদিন বালু আনা-নেওয়া করছে। গত এক মাসে ডাম্পট্রাকের কারণে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এসব দুর্ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত এসব যান চলাচল বন্ধ করার দাবি জানান তাঁরা।

লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত