নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে শিশু মেহেরাজ হোসেন জিসানকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের পৃথক ধারায় ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আবদুর রহিম রনি (২১) ও একই গ্রামের সহিদ উল্যার ছেলে সালমান হোসেন শিবলু (২২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, শিশু জিসান (৭) জিরতলী কাশেম উলুম মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। গত ২০১৯ সালের ২১ মার্চ দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আসামিরা জিসানকে জানায় তার মা অসুস্থ। এ কথা বলে আসামিরা জিসানকে অপহরণ করে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।
ওই দিন সন্ধ্যায় জিসানকে পরনের জামা–কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃতদেহ অর্ধেক মাটিতে পুঁতে রেখে নিহতের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ঘটনার দু’দিন পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরে পুলিশ রনি ও শিবলুকে গ্রেপ্তার করে এবং আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র প্রদান করে। এ মামলায় আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) মামুনুর রশীদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রনি নিহত জিসানের দূর সম্পর্কের চাচা হয়। মূলত আসামিরা স্মার্টফোন ক্রয় করার জন্য শিশু জিসানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য। কিন্তু মুক্তিপণ পাওয়ার আগেই আসামিরা জিসানকে হত্যা করে।’
নোয়াখালীর বেগমগঞ্জে শিশু মেহেরাজ হোসেন জিসানকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের পৃথক ধারায় ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আবদুর রহিম রনি (২১) ও একই গ্রামের সহিদ উল্যার ছেলে সালমান হোসেন শিবলু (২২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, শিশু জিসান (৭) জিরতলী কাশেম উলুম মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। গত ২০১৯ সালের ২১ মার্চ দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আসামিরা জিসানকে জানায় তার মা অসুস্থ। এ কথা বলে আসামিরা জিসানকে অপহরণ করে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।
ওই দিন সন্ধ্যায় জিসানকে পরনের জামা–কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃতদেহ অর্ধেক মাটিতে পুঁতে রেখে নিহতের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ঘটনার দু’দিন পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরে পুলিশ রনি ও শিবলুকে গ্রেপ্তার করে এবং আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র প্রদান করে। এ মামলায় আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) মামুনুর রশীদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রনি নিহত জিসানের দূর সম্পর্কের চাচা হয়। মূলত আসামিরা স্মার্টফোন ক্রয় করার জন্য শিশু জিসানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য। কিন্তু মুক্তিপণ পাওয়ার আগেই আসামিরা জিসানকে হত্যা করে।’
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে