পরীক্ষায় বসতে না দেওয়ায় চবির চারুকলার ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১৬: ৫৯

শ্রেণি কার্যক্রমে উপস্থিতির হার কম থাকার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের ছয়জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়নি কর্তৃপক্ষ। এ জন্য চারুকলার ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাস অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরীর বাদশাহ মিয়া রোড সংলগ্ন চারুকলা ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে দেওয়া হয়। পাশাপাশি রোববারের দ্বিতীয় বর্ষের অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করে কর্তৃপক্ষ। 

 ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা আজ শুরু হওয়ার কথা ছিল। সেখানে ৬ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা জানান। 

শিক্ষার্থীদের অভিযোগ, চারুকলা স্থানান্তর আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, কম উপস্থিতির কারণ দেখিয়ে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া তাঁদের দাবি অনুযায়ী, ক্যানটিন চালু ও ক্যাম্পাসের ভেতর থেকে শিক্ষক ক্লাব এখনো অপসারণ করা হয়নি। তাই এসব দফা দাবি আদায়ের জন্য তাঁরা ফটকে তালা দিয়েছেন। 

এ বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর ইকবাল সানি বলেন, ‘আমরা যারা চারুকলা স্থানান্তর আন্দোলনের অগ্রভাগে ছিলাম, শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তর্ক-বিতর্ক করেছিলাম, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। সেই আন্দোলনের জের ধরে আমাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছিল না। আমাদের কারণ হিসেবে দেখানো হচ্ছে উপস্থিতির হার কম, কিন্তু সেটি হওয়ার কথা নয়। এ জন্য আমরা তালা দিয়েছিলাম।’ 

এ বিষয়ে জানতে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুফিয়া বেগমকে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, ‘কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফটকে তালা দিয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাঁদের বিষয়ে ইনস্টিটিউটের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নেবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত