হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় সাকিব (৩৫) নামের এক যুবকের ছুরিকাঘাতে তাঁর বড় ভাই রাকিব (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা ওই গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই সাকিবকে আটক করা হয়েছে।
খোরশেদ আলম আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটক সাকিব তিনটি বিয়ে করলেও কোনোটি টেকেনি। ঘটনার দিন সাকিব আরেকটি বিয়ে করলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। হইহুল্লোড় শুনে আশপাশের লোকজন এসে তাঁদের শান্ত করেন। কিন্তু এ সময় দুই ভাই আবারও ঝগড়ায় লিপ্ত হন। উপস্থিত লোকজনের সামনেই দৌড়ে এসে ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করে পালাতে চেষ্টা করেন সাকিব। সঙ্গে সঙ্গে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন পুলিশ ডেকে ছোট ভাইকে সোপর্দ করেন।
নোয়াখালীর হাতিয়ায় সাকিব (৩৫) নামের এক যুবকের ছুরিকাঘাতে তাঁর বড় ভাই রাকিব (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা ওই গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই সাকিবকে আটক করা হয়েছে।
খোরশেদ আলম আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটক সাকিব তিনটি বিয়ে করলেও কোনোটি টেকেনি। ঘটনার দিন সাকিব আরেকটি বিয়ে করলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। হইহুল্লোড় শুনে আশপাশের লোকজন এসে তাঁদের শান্ত করেন। কিন্তু এ সময় দুই ভাই আবারও ঝগড়ায় লিপ্ত হন। উপস্থিত লোকজনের সামনেই দৌড়ে এসে ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করে পালাতে চেষ্টা করেন সাকিব। সঙ্গে সঙ্গে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন পুলিশ ডেকে ছোট ভাইকে সোপর্দ করেন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেফেনীর কসকা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজির দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে কমিটি বিলুপ্তির দাবি একাংশের নেতা-কর্মীরা। তাঁরা সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।
১ ঘণ্টা আগেআসামিদের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে অ্যাডহক ভিত্তিতে মোট ২২০ জনকে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ ও তাঁদের মেয়াদ বৃদ্ধির অভিযোগ আনা হয়েছে। প্রাক্তন উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে