কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া এলাকায় টোল আদায়ের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় সামির হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে করালিয়া চৌধুরী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হোসেন জেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা টোল আদায় বিটের দায়িত্বে থাকা ফারুক তাঁর ভাগনে সামিরকে দিয়ে বিটের টাকা সংগ্রহ করান। রাত পৌনে তিনটার দিকে একটি কাভার্ড ভ্যান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে পৌঁছালে টোলের টাকা নেওয়ার জন্য সেটিকে থামানোর চেষ্টা করে সামির।
এ সময় গাড়িটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে সামির ও তাঁর সঙ্গে আরও কয়েকজন দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাওয়া করে চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে গতিরোধ করে। ওই সময় সামির অটোরিকশা থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে মারা যান সামির।
ঘটনার বর্ণনা দিয়ে চেয়ারম্যান বাড়ির বাসিন্দা আহনাফ ছিদ্দিক (১৯) বলেন, ‘রাত তিনটায় হঠাৎই রাস্তায় বড় কোনো গাড়ি পার হওয়ার আওয়াজ পেলাম, সঙ্গে হাউমাউ চিৎকার, চমকে গেলাম। জানালা খুলে দেখি কয়েকটা ছেলে রাস্তায় ছোটাছুটি আর আহাজারি করছে, রাস্তার মাঝখানে একটা ছেলের ছিন্নভিন্ন নিথর দেহ পড়ে আছে। বাসা থেকে বের হয়ে দেখি, ছেলেটার শরীরের একপাশ দিয়ে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া এলাকায় টোল আদায়ের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় সামির হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে করালিয়া চৌধুরী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হোসেন জেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা টোল আদায় বিটের দায়িত্বে থাকা ফারুক তাঁর ভাগনে সামিরকে দিয়ে বিটের টাকা সংগ্রহ করান। রাত পৌনে তিনটার দিকে একটি কাভার্ড ভ্যান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে পৌঁছালে টোলের টাকা নেওয়ার জন্য সেটিকে থামানোর চেষ্টা করে সামির।
এ সময় গাড়িটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে সামির ও তাঁর সঙ্গে আরও কয়েকজন দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাওয়া করে চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে গতিরোধ করে। ওই সময় সামির অটোরিকশা থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে মারা যান সামির।
ঘটনার বর্ণনা দিয়ে চেয়ারম্যান বাড়ির বাসিন্দা আহনাফ ছিদ্দিক (১৯) বলেন, ‘রাত তিনটায় হঠাৎই রাস্তায় বড় কোনো গাড়ি পার হওয়ার আওয়াজ পেলাম, সঙ্গে হাউমাউ চিৎকার, চমকে গেলাম। জানালা খুলে দেখি কয়েকটা ছেলে রাস্তায় ছোটাছুটি আর আহাজারি করছে, রাস্তার মাঝখানে একটা ছেলের ছিন্নভিন্ন নিথর দেহ পড়ে আছে। বাসা থেকে বের হয়ে দেখি, ছেলেটার শরীরের একপাশ দিয়ে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলী ও সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ...
৪ মিনিট আগেদাউদকান্দিতে অভিযানে খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি আল-মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৮ মিনিট আগেখুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।
১০ মিনিট আগেগোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারধরের শিকার হন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চার কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব জুয়েলারি দোকান।
১১ মিনিট আগে