‘টোল ফাঁকি দিতে’ কোম্পানীগঞ্জে তরুণকে চাপা দিয়ে গেল কাভার্ড ভ্যান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ১৯: ৩০
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯: ৫৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া এলাকায় টোল আদায়ের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় সামির হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে করালিয়া চৌধুরী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হোসেন জেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা টোল আদায় বিটের দায়িত্বে থাকা ফারুক তাঁর ভাগনে সামিরকে দিয়ে বিটের টাকা সংগ্রহ করান। রাত পৌনে তিনটার দিকে একটি কাভার্ড ভ্যান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে পৌঁছালে টোলের টাকা নেওয়ার জন্য সেটিকে থামানোর চেষ্টা করে সামির। 

এ সময় গাড়িটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে সামির ও তাঁর সঙ্গে আরও কয়েকজন দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাওয়া করে চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে গতিরোধ করে। ওই সময় সামির অটোরিকশা থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে মারা যান সামির। 

ঘটনার বর্ণনা দিয়ে চেয়ারম্যান বাড়ির বাসিন্দা আহনাফ ছিদ্দিক (১৯) বলেন, ‘রাত তিনটায় হঠাৎই রাস্তায় বড় কোনো গাড়ি পার হওয়ার আওয়াজ পেলাম, সঙ্গে হাউমাউ চিৎকার, চমকে গেলাম। জানালা খুলে দেখি কয়েকটা ছেলে রাস্তায় ছোটাছুটি আর আহাজারি করছে, রাস্তার মাঝখানে একটা ছেলের ছিন্নভিন্ন নিথর দেহ পড়ে আছে। বাসা থেকে বের হয়ে দেখি, ছেলেটার শরীরের একপাশ দিয়ে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত