Ajker Patrika

মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়ডলু এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুর ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা। আহত শাহিন একই উপজেলার বিবিরহাটের বাসিন্দা শাহ আলম চৌধুরীর ছেলে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়ি যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হয়েছেন। ঘটনার পরপর ট্রাকসহ পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত