কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার থেকে ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট থেকে এমভি কমলা নামে ট্রলারে করে ১৯ জেলে সাগরে মাছ ধরতে যান। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরে আটকা পড়েন তাঁরা। চার দিন ট্রলারটি গভীর সাগরে ভাসতে ভাসতে থাকে। পরে গতকাল দুপুরে তাঁদের মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এরপর জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান। কল পাওয়ার পর কোস্টগার্ডের জাহাজ কুতুবদিয়া অঞ্চলে অনুসন্ধানে নামে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গত বৃহস্পতিবার কালুরঘাট থেকে ১৯ জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হন। দুই দিন পর গত শনিবার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। গভীর সাগরে চার দিন ধরে ভাসতে ভাসতে গতকাল দুপুর দেড়টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান।’
লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, কল পেয়ে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিকেলে জেলেদের উদ্ধার করা হয়। এরপর তাঁদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে পতেঙ্গা ঘাটে ট্রলারের মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার থেকে ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট থেকে এমভি কমলা নামে ট্রলারে করে ১৯ জেলে সাগরে মাছ ধরতে যান। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরে আটকা পড়েন তাঁরা। চার দিন ট্রলারটি গভীর সাগরে ভাসতে ভাসতে থাকে। পরে গতকাল দুপুরে তাঁদের মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এরপর জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান। কল পাওয়ার পর কোস্টগার্ডের জাহাজ কুতুবদিয়া অঞ্চলে অনুসন্ধানে নামে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গত বৃহস্পতিবার কালুরঘাট থেকে ১৯ জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হন। দুই দিন পর গত শনিবার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। গভীর সাগরে চার দিন ধরে ভাসতে ভাসতে গতকাল দুপুর দেড়টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান।’
লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, কল পেয়ে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিকেলে জেলেদের উদ্ধার করা হয়। এরপর তাঁদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে পতেঙ্গা ঘাটে ট্রলারের মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১১ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১৫ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকলেও তার প্রভাব কম। শিশুদের জন্য যে পারিবারিক, সামাজিক এবং শিক্ষার পরিবেশ দরকার, তা এখনো পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বাংলাদেশ জেন্ডার সমতায়নেও অনেক পিছিয়ে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা না থাকা এবং ধর্মীয় কারণে সমাজে বাল্যবিয়ে এখনো বিদ্যমান রয়েছে। আগের তুলনায়
২২ মিনিট আগে