চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৫: ২০
Thumbnail image
জব্দ জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চলে। পরে দুপুরে জব্দ জাটকাগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী মাছঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুর রহমান বলেন, জব্দ জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানকালে জাটকাগুলোর প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ প্রকল্পের মনিটরিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত