Ajker Patrika

চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রবাসী নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৯: ৫৬
চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রবাসী নিহত

চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। তাঁর নাম নুরুল সালাম (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। হতাহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। 

আজ শনিবার বিকেল ৩টায় উপজেলার সিপাইকান্দি ঠেটালিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। 
 
নুরুল ইসলাম মতলব উত্তর উপজেলার নবুরকান্দি এলাকার মৃত শহীদুল্লাহ প্রধানের ছেলে। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতের স্ত্রী শেফালি আক্তার বলেন, ‘আমার স্বামী সৌদিপ্রবাসী। এক মাস আগে তিনি দেশে আসেন। আজ চাঁদপুর যাওয়ার পথে সিএনজির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত