ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সদ্য সাবেক নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলামকে তাঁর দপ্তর থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে চরম অস্থিরতা বিরাজ করছে সংস্থাটিতে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শফিকুলের মামলা, তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো...
৪ ঘণ্টা আগেঝিনাইদহে দখলদারদের কবলে চলে গেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিকে সেচ প্রকল্পের খাল। কেউ খালে খনন করে বানিয়েছেন পুকুর, কেউ আবার ভরাট করে করছেন চাষাবাদ। এতে করে খালটির অস্তিত্ব বিলীন হওয়ার পথে।
৫ ঘণ্টা আগেরাজধানীর তুরাগের গ্যাস সিলিন্ডারের চুলার আগুন থেকে একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
৬ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশুসন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় ভাইরাল ‘ক্রিম আপা’ ওরফে শারমীন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাভার পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল
৮ ঘণ্টা আগে