Ajker Patrika

‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাউতলি এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে কয়েক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়।

এ সময় বক্তারা বলেন, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়। এ সব মামলায় ৩ হাজারের বেশি হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও আলেম-ওলামাকে আসামি করা হয়।

এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে উল্লেখ করে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান বক্তারা। প্রত্যাহার করা না হলে হেফাজতে ইসলাম ও আলেম-ওলামারা সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় মহাসড়ক অবরোধের কারণে যানবাহনের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় মহাসড়ক অবরোধের কারণে যানবাহনের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারীরা প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত