Ajker Patrika

আবারও কাপাসিয়া স্বাস্থ্যকেন্দ্রে রোগীর স্বর্ণালংকার চুরি 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আবারও কাপাসিয়া স্বাস্থ্যকেন্দ্রে রোগীর স্বর্ণালংকার চুরি 

গাজীপুরের কাপাসিয়া স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগীর স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বহির্বিভাগে এ ঘটনা ঘটে। এর আগে গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা রোগী সেজে চিকিৎসা নিতে এসে কৌশলে অন্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় ধরা পড়েন। একই মাসে এ রকম তিনটি চুরির ঘটনা ঘটে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি জাতীয় টিকা দিবসে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির উপস্থিতিতে একই কায়দায় এক মহিলা রোগীর স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রায় এ ধরনের চুরির ঘটনা ঘটছে। 

মো. মামুনুর রহমান বলেন, ‘বহির বিভাগে প্রতিদিন প্রায় সাত শতাধিক রোগী আসেন ডাক্তার দেখাতে। এই ধরনের চুরির রোধে ১০ মিনিট পর পর হাসপাতালের মাইকে সবাইকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। তারপরও নানা কৌশলে রোগীদের বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। এ ব্যাপারে বহুবার থানা–পুলিশকে জানানো হয়েছে।’ 

জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের গাওয়ার গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী শরিফা খাতুন (৩৫) তার এক আত্মীয়কে (মহিলা রোগী) চিকিৎসক দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দুপুরের দিকে লাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় সুযোগ বুঝে চোর ওই মহিলার স্বর্ণের চেইন গলা থেকে নিয়ে যায়। 

তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাতে শরীফা খাতুন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খানের অফিসে গিয়ে অভিযোগ করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, থানার এসআই মিরাজ ও এসআই নাজনীন আক্তারসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পরে ওই নারীকে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়। 

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের চুরির ঘটনা প্রায়ই ঘটছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও হসপিটাল কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।’ 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির বিষয়ে কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত