অনলাইন ডেস্ক
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে পুরনো পল্টনের বাসিন্দা ব্যবসায়ী গাজী ফিরোজ কায়ছার এই মামলা দায়ের করেন।
অন্য যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- সোনিয়া মেহজাবিনের স্বামী ও ই-অরেঞ্জ এর প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসকুর রহমান সুমন, পরিচালক আমানুল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ এবং নাজনীন নাহার বিথী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালতে আগামী ২৯ ডিসেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ, সেঁজুতি ঘোষ ও কাজল রায়। আইনজীবীরা মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের পক্ষে আসামিরা লোক দেখানো প্রলোভেনের মাধ্যমে ডিসকাউন্ট ঘোষণা করে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেন।
বাদী অভিযুক্ত আসামিদের এরূপ বিজ্ঞাপনে বিশ্বাস স্থাপন করে ২০২১ সালের ২৩ মে ১৫০ সিসি বাজাস পালসার মোটরসাইকেল, একই বছরের ২ জুন ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ল্যাপটপ, ৩ জুন বাজাজ পালসার ১৫০ সিসির আরেকটি মোটরসাইকেল ক্রয়ের জন্য মোট পাঁচ লাখ ৮৫ হাজা ৯০০টাকা অনলাইন লেনদেন বাবদ পরিশোধ করেন।
পরবর্তী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত উক্ত পণ্য বাঁদিকে সরবরাহ করেনি ই-অরেঞ্জ প্রতিষ্ঠান।
গত ১৪ নভেম্বর ই অরেঞ্জের গুলশানের কার্যালয় বাদী যোগাযোগ করলে তাকে ভয়-ভীতি দেখানো হয় এবং টাকা আর পরিশোধ করবেন না বলে উপস্থিত কর্মকর্তারা জানান।
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে পুরনো পল্টনের বাসিন্দা ব্যবসায়ী গাজী ফিরোজ কায়ছার এই মামলা দায়ের করেন।
অন্য যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- সোনিয়া মেহজাবিনের স্বামী ও ই-অরেঞ্জ এর প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসকুর রহমান সুমন, পরিচালক আমানুল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ এবং নাজনীন নাহার বিথী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালতে আগামী ২৯ ডিসেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ, সেঁজুতি ঘোষ ও কাজল রায়। আইনজীবীরা মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের পক্ষে আসামিরা লোক দেখানো প্রলোভেনের মাধ্যমে ডিসকাউন্ট ঘোষণা করে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেন।
বাদী অভিযুক্ত আসামিদের এরূপ বিজ্ঞাপনে বিশ্বাস স্থাপন করে ২০২১ সালের ২৩ মে ১৫০ সিসি বাজাস পালসার মোটরসাইকেল, একই বছরের ২ জুন ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ল্যাপটপ, ৩ জুন বাজাজ পালসার ১৫০ সিসির আরেকটি মোটরসাইকেল ক্রয়ের জন্য মোট পাঁচ লাখ ৮৫ হাজা ৯০০টাকা অনলাইন লেনদেন বাবদ পরিশোধ করেন।
পরবর্তী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত উক্ত পণ্য বাঁদিকে সরবরাহ করেনি ই-অরেঞ্জ প্রতিষ্ঠান।
গত ১৪ নভেম্বর ই অরেঞ্জের গুলশানের কার্যালয় বাদী যোগাযোগ করলে তাকে ভয়-ভীতি দেখানো হয় এবং টাকা আর পরিশোধ করবেন না বলে উপস্থিত কর্মকর্তারা জানান।
লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করছে পুলিশ। দুজন হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কাদের।
৫ মিনিট আগেপটুয়াখালীতে চেক ডিজঅনারের মামলায় এ কে এম ফরিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
২৬ মিনিট আগেসাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আরও ১৮টি ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
৪০ মিনিট আগে