নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে পুরনো পল্টনের বাসিন্দা ব্যবসায়ী গাজী ফিরোজ কায়ছার এই মামলা দায়ের করেন।
অন্য যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- সোনিয়া মেহজাবিনের স্বামী ও ই-অরেঞ্জ এর প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসকুর রহমান সুমন, পরিচালক আমানুল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ এবং নাজনীন নাহার বিথী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালতে আগামী ২৯ ডিসেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ, সেঁজুতি ঘোষ ও কাজল রায়। আইনজীবীরা মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের পক্ষে আসামিরা লোক দেখানো প্রলোভেনের মাধ্যমে ডিসকাউন্ট ঘোষণা করে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেন।
বাদী অভিযুক্ত আসামিদের এরূপ বিজ্ঞাপনে বিশ্বাস স্থাপন করে ২০২১ সালের ২৩ মে ১৫০ সিসি বাজাস পালসার মোটরসাইকেল, একই বছরের ২ জুন ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ল্যাপটপ, ৩ জুন বাজাজ পালসার ১৫০ সিসির আরেকটি মোটরসাইকেল ক্রয়ের জন্য মোট পাঁচ লাখ ৮৫ হাজা ৯০০টাকা অনলাইন লেনদেন বাবদ পরিশোধ করেন।
পরবর্তী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত উক্ত পণ্য বাঁদিকে সরবরাহ করেনি ই-অরেঞ্জ প্রতিষ্ঠান।
গত ১৪ নভেম্বর ই অরেঞ্জের গুলশানের কার্যালয় বাদী যোগাযোগ করলে তাকে ভয়-ভীতি দেখানো হয় এবং টাকা আর পরিশোধ করবেন না বলে উপস্থিত কর্মকর্তারা জানান।
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে পুরনো পল্টনের বাসিন্দা ব্যবসায়ী গাজী ফিরোজ কায়ছার এই মামলা দায়ের করেন।
অন্য যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- সোনিয়া মেহজাবিনের স্বামী ও ই-অরেঞ্জ এর প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসকুর রহমান সুমন, পরিচালক আমানুল্লাহ চৌধুরী, জায়েদুল ফিরোজ এবং নাজনীন নাহার বিথী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালতে আগামী ২৯ ডিসেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ, সেঁজুতি ঘোষ ও কাজল রায়। আইনজীবীরা মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের পক্ষে আসামিরা লোক দেখানো প্রলোভেনের মাধ্যমে ডিসকাউন্ট ঘোষণা করে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেন।
বাদী অভিযুক্ত আসামিদের এরূপ বিজ্ঞাপনে বিশ্বাস স্থাপন করে ২০২১ সালের ২৩ মে ১৫০ সিসি বাজাস পালসার মোটরসাইকেল, একই বছরের ২ জুন ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি ল্যাপটপ, ৩ জুন বাজাজ পালসার ১৫০ সিসির আরেকটি মোটরসাইকেল ক্রয়ের জন্য মোট পাঁচ লাখ ৮৫ হাজা ৯০০টাকা অনলাইন লেনদেন বাবদ পরিশোধ করেন।
পরবর্তী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত উক্ত পণ্য বাঁদিকে সরবরাহ করেনি ই-অরেঞ্জ প্রতিষ্ঠান।
গত ১৪ নভেম্বর ই অরেঞ্জের গুলশানের কার্যালয় বাদী যোগাযোগ করলে তাকে ভয়-ভীতি দেখানো হয় এবং টাকা আর পরিশোধ করবেন না বলে উপস্থিত কর্মকর্তারা জানান।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
৭ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
২৭ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৩৯ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১ ঘণ্টা আগে