নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার স্থানীয় বাসিন্দাদের কল পেয়ে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল রাত ৯টার দিকে তাঁদের এই গ্যাংয়ের লিডারসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।
সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সেনা ক্যাম্পে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকাবাসী ফোন কল দিয়ে জানায় এলাকার কিছু কিশোর গ্যাংয়ের বখাটে সদস্যরা আবার ফিরে এসে বিভিন্ন অলি-গলিতে বড় বড় ছুরি, চাপাতি নিয়ে খোলা আকাশের নিচে মহড়া দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন বাড়ির টিনের চালে উঠে আড্ডা দিচ্ছে ও উচ্চ স্বরে শব্দ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
খবর পেয়ে মোহাম্মদপুরের সেনাক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ওই এলাকায় হাজির হয়। সেনাদলের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা এদিক-সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুজন হাতেনাতে গ্রেপ্তার হয়। পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্যাংয়ের আস্তানায় গিয়ে তাদের লিডার রাসেলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা আরও জানায়, তাদের সকলের হাতে এক ধরনের ট্যাটু পাওয়া যায়, যা তাদের গ্যাংয়ের প্রতীক প্রকাশ করে। লিডারসহ মোট পাঁচজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার স্থানীয় বাসিন্দাদের কল পেয়ে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল রাত ৯টার দিকে তাঁদের এই গ্যাংয়ের লিডারসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।
সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সেনা ক্যাম্পে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকাবাসী ফোন কল দিয়ে জানায় এলাকার কিছু কিশোর গ্যাংয়ের বখাটে সদস্যরা আবার ফিরে এসে বিভিন্ন অলি-গলিতে বড় বড় ছুরি, চাপাতি নিয়ে খোলা আকাশের নিচে মহড়া দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন বাড়ির টিনের চালে উঠে আড্ডা দিচ্ছে ও উচ্চ স্বরে শব্দ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
খবর পেয়ে মোহাম্মদপুরের সেনাক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ওই এলাকায় হাজির হয়। সেনাদলের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা এদিক-সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুজন হাতেনাতে গ্রেপ্তার হয়। পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্যাংয়ের আস্তানায় গিয়ে তাদের লিডার রাসেলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা আরও জানায়, তাদের সকলের হাতে এক ধরনের ট্যাটু পাওয়া যায়, যা তাদের গ্যাংয়ের প্রতীক প্রকাশ করে। লিডারসহ মোট পাঁচজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
৯ মিনিট আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
২ ঘণ্টা আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে