নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে চাল, আটা, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সারা দেশে রেশনিং ব্যবস্থা চালু এবং দ্রব্যের দাম কমানোর দাবিতে চলা বিভিন্ন আন্দোলনে পুলিশি হামলা বন্ধের দাবিসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনসহ বামপন্থী ৯ সংগঠন।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় বাম সংগঠনগুলো।
মানববন্ধনে কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শাসক দলের সৃষ্ট। এটা জনগণের বিরুদ্ধে শাসক দলের যুদ্ধ। এ মানবসৃষ্ট দুর্যোগ থেকে বাঁচতে হলে এই শাসক গুষ্টির বিরুদ্ধে কার্যকর আন্দোলন ঘরে তোলা জরুরি হয়ে পড়েছে। এদের ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি কমরেড মাসুদ খান বলেন, ‘সরকার বড়বড় ব্যবসায়ীদের রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে বলেছে। তাই তারা দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যবসায়ীরা যাতে মুনাফা পায় তাই সরকার তাদের সঙ্গে কাজ করছে। দাম বাড়িয়ে এখন সরকার দাম কমানোর জন্য নাটক করছে অথচ ইতিমধ্যেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়ে গিয়েছে।’
মানববন্ধনে জানানো হয় আগামী ২৭ মার্চ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে খাদ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ সমাবেশ করবে নয়টি বাম সংগঠন।
সাত দফা দাবিগুলো হলো
সেনাবাহিনী-বিজিবি-পুলিশ সদস্যদের মতো সারা দেশে শ্রমজীবী ও স্বল্প আয়ের জনগণের জন্য পূর্ণ রেশনিং চালু করতে হবে; সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সিন্ডিকেট ব্যবসায়ী-লুটেরা আড়তদার-দুর্নীতিবাজ খুচরা বিক্রেতাদের শাস্তি দিতে হবে; বাজার তদারকি জোরদার করতে হবে ও তদারকিতে গাফেলতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে; পণ্য পরিবহনে পথে পথে পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে, টিসিবির বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে; বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে; জাতীয় বাজেটে খাদ্যশস্য ক্রয়ের জন্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দিতে হবে; খাদ্যশস্য সংরক্ষণের জন্য প্রতিটি জেলায় ও কৃষি প্রধান এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ করতে হবে; গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধি করা চলবে না ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও পরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে এবং সভা সমাবেশ মিছিলে পুলিশ ও সরকারি গুন্ডাদের হামলা বন্ধ করতে হবে।
যে নয়টি বাম সংগঠন থেকে দাবি জানানো হয়েছে সেগুলো হলো, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট, গণমুক্তি ইউনিয়ন, বাসদ (মাহবুব), জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন।
দেশে চাল, আটা, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সারা দেশে রেশনিং ব্যবস্থা চালু এবং দ্রব্যের দাম কমানোর দাবিতে চলা বিভিন্ন আন্দোলনে পুলিশি হামলা বন্ধের দাবিসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনসহ বামপন্থী ৯ সংগঠন।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় বাম সংগঠনগুলো।
মানববন্ধনে কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শাসক দলের সৃষ্ট। এটা জনগণের বিরুদ্ধে শাসক দলের যুদ্ধ। এ মানবসৃষ্ট দুর্যোগ থেকে বাঁচতে হলে এই শাসক গুষ্টির বিরুদ্ধে কার্যকর আন্দোলন ঘরে তোলা জরুরি হয়ে পড়েছে। এদের ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি কমরেড মাসুদ খান বলেন, ‘সরকার বড়বড় ব্যবসায়ীদের রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে বলেছে। তাই তারা দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যবসায়ীরা যাতে মুনাফা পায় তাই সরকার তাদের সঙ্গে কাজ করছে। দাম বাড়িয়ে এখন সরকার দাম কমানোর জন্য নাটক করছে অথচ ইতিমধ্যেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়ে গিয়েছে।’
মানববন্ধনে জানানো হয় আগামী ২৭ মার্চ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে খাদ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ সমাবেশ করবে নয়টি বাম সংগঠন।
সাত দফা দাবিগুলো হলো
সেনাবাহিনী-বিজিবি-পুলিশ সদস্যদের মতো সারা দেশে শ্রমজীবী ও স্বল্প আয়ের জনগণের জন্য পূর্ণ রেশনিং চালু করতে হবে; সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সিন্ডিকেট ব্যবসায়ী-লুটেরা আড়তদার-দুর্নীতিবাজ খুচরা বিক্রেতাদের শাস্তি দিতে হবে; বাজার তদারকি জোরদার করতে হবে ও তদারকিতে গাফেলতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে; পণ্য পরিবহনে পথে পথে পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে, টিসিবির বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে; বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে; জাতীয় বাজেটে খাদ্যশস্য ক্রয়ের জন্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দিতে হবে; খাদ্যশস্য সংরক্ষণের জন্য প্রতিটি জেলায় ও কৃষি প্রধান এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ করতে হবে; গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধি করা চলবে না ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও পরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে এবং সভা সমাবেশ মিছিলে পুলিশ ও সরকারি গুন্ডাদের হামলা বন্ধ করতে হবে।
যে নয়টি বাম সংগঠন থেকে দাবি জানানো হয়েছে সেগুলো হলো, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট, গণমুক্তি ইউনিয়ন, বাসদ (মাহবুব), জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৩৬ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে