নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—এই একটি গানেই অমর হয়ে থাকবেন সদ্য প্রয়াত লেখক, কবি, কলামিস্ট, সাংবাদিক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল গাফ্ফার চৌধুরী। তিনি গীতিকার নন, কিন্তু এত পরিচয়ের মধ্যেও একটি কবিতা লিখে গীতিকার হিসেবে অমর হয়ে থাকবেন এই কিংবদন্তি সাহিত্যিক।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর পার্কে গাফ্ফার চৌধুরী স্মরণে আয়োজিত ‘শোক ও দোয়া মাহফিল’-এ বক্তারা এ কথা বলেন।
শোকসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষাজীবনে পাকিস্তান সরকারের চোখরাঙানি উপেক্ষা করে ভাষা আন্দোলন ও স্বাধীনতার পক্ষে কাজ করেছেন গাফ্ফার চৌধুরী। কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে ঢাকা কলেজে শহীদ মিনার তৈরি করায় বহিষ্কার হয়েছিলেন। নানা বাধা উপেক্ষা করে তিনি দেশের পক্ষে ছিলেন। তিনি দেশ ও দেশের বাইরে থেকেও বাংলা ভাষা ও বাঙালির জন্য কাজ করেছেন। ভাষাসৈনিক রফিকের মস্তকহীন দেহ দেখে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেছিলেন, যা পরে গানে রূপান্তর করা হয়। এই গানেই আমাদের ভাষাসৈনিকদের স্মরণ করি। গানটি বাঙালির আবেগের অংশ। যত দিন বাংলা ভাষা, বাংলাদেশ থাকবে, একুশে ফেব্রুয়ারি থাকবে, তত দিন তিনি বেঁচে থাকবেন তাঁর এই অমর সৃষ্টির মধ্যে।
তিনি আরও বলেন, গাফ্ফার চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর স্নেহধন্য। তাঁর স্ত্রী চিকিৎসার জন্য যখন লন্ডনে যাওয়ার চেষ্টা করেন, তখন বঙ্গবন্ধু নিজে গাফ্ফার চৌধুরীর পাসপোর্ট করে দেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে তাঁকে লন্ডনে পাঠান। আব্দুল গাফ্ফার চৌধুরী ছিলেন স্পটভাষী। তাঁর লেখনীর মাধ্যমে দেশের নীতিনির্ধারকদের বিভিন্ন দিকনির্দেশনা দিতেন। প্রয়োজনে করতেন কঠোর সমালোচনা।
আব্দুল গাফ্ফার চৌধুরীর বিভিন্ন কর্মের কথা উল্লেখ করে বক্তারা বলেন, গাফ্ফার চৌধুরী উপন্যাস, প্রবন্ধসহ সাহিত্যের নানা পর্যায়ে পদচারণা করেছেন। তাঁর অসামান্য এমন কর্মের জন্য অর্জন করেছেন রাষ্ট্রীয় নানা সম্মাননা। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পদক, স্বাধীনতা পুরস্কারসহ দেশ ও বিদেশে নানা পুরস্কার পেয়েছেন। এমন একজন গুণী মানুষকে জানতে হবে, চর্চা করতে হবে।
সামাজিক সংগঠন সপ্তবর্ণা সংসদ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাসুদুল হক চৌধুরী বাহার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর সেক্টর কমিটির সভাপতি ও উত্তরা মেডিকেল কলেজের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর সাব্বির আহমেদ, সপ্তবর্ণ সংসদের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সমবায়বিষয়ক সম্পাদক রাজা উদ্দিন রাজু, আজনবি সংগীত একাডেমির সভাপতি ও সপ্তবর্ণ সংসদের আজীবন সদস্য রুমি আজনবি প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সপ্তবর্ণ সংসদের জ্যেষ্ঠ সভাপতি বাহারুল ইসলাম তালুকদার মিন্টু।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—এই একটি গানেই অমর হয়ে থাকবেন সদ্য প্রয়াত লেখক, কবি, কলামিস্ট, সাংবাদিক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল গাফ্ফার চৌধুরী। তিনি গীতিকার নন, কিন্তু এত পরিচয়ের মধ্যেও একটি কবিতা লিখে গীতিকার হিসেবে অমর হয়ে থাকবেন এই কিংবদন্তি সাহিত্যিক।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর পার্কে গাফ্ফার চৌধুরী স্মরণে আয়োজিত ‘শোক ও দোয়া মাহফিল’-এ বক্তারা এ কথা বলেন।
শোকসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষাজীবনে পাকিস্তান সরকারের চোখরাঙানি উপেক্ষা করে ভাষা আন্দোলন ও স্বাধীনতার পক্ষে কাজ করেছেন গাফ্ফার চৌধুরী। কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে ঢাকা কলেজে শহীদ মিনার তৈরি করায় বহিষ্কার হয়েছিলেন। নানা বাধা উপেক্ষা করে তিনি দেশের পক্ষে ছিলেন। তিনি দেশ ও দেশের বাইরে থেকেও বাংলা ভাষা ও বাঙালির জন্য কাজ করেছেন। ভাষাসৈনিক রফিকের মস্তকহীন দেহ দেখে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেছিলেন, যা পরে গানে রূপান্তর করা হয়। এই গানেই আমাদের ভাষাসৈনিকদের স্মরণ করি। গানটি বাঙালির আবেগের অংশ। যত দিন বাংলা ভাষা, বাংলাদেশ থাকবে, একুশে ফেব্রুয়ারি থাকবে, তত দিন তিনি বেঁচে থাকবেন তাঁর এই অমর সৃষ্টির মধ্যে।
তিনি আরও বলেন, গাফ্ফার চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর স্নেহধন্য। তাঁর স্ত্রী চিকিৎসার জন্য যখন লন্ডনে যাওয়ার চেষ্টা করেন, তখন বঙ্গবন্ধু নিজে গাফ্ফার চৌধুরীর পাসপোর্ট করে দেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে তাঁকে লন্ডনে পাঠান। আব্দুল গাফ্ফার চৌধুরী ছিলেন স্পটভাষী। তাঁর লেখনীর মাধ্যমে দেশের নীতিনির্ধারকদের বিভিন্ন দিকনির্দেশনা দিতেন। প্রয়োজনে করতেন কঠোর সমালোচনা।
আব্দুল গাফ্ফার চৌধুরীর বিভিন্ন কর্মের কথা উল্লেখ করে বক্তারা বলেন, গাফ্ফার চৌধুরী উপন্যাস, প্রবন্ধসহ সাহিত্যের নানা পর্যায়ে পদচারণা করেছেন। তাঁর অসামান্য এমন কর্মের জন্য অর্জন করেছেন রাষ্ট্রীয় নানা সম্মাননা। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পদক, স্বাধীনতা পুরস্কারসহ দেশ ও বিদেশে নানা পুরস্কার পেয়েছেন। এমন একজন গুণী মানুষকে জানতে হবে, চর্চা করতে হবে।
সামাজিক সংগঠন সপ্তবর্ণা সংসদ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাসুদুল হক চৌধুরী বাহার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর সেক্টর কমিটির সভাপতি ও উত্তরা মেডিকেল কলেজের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর সাব্বির আহমেদ, সপ্তবর্ণ সংসদের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সমবায়বিষয়ক সম্পাদক রাজা উদ্দিন রাজু, আজনবি সংগীত একাডেমির সভাপতি ও সপ্তবর্ণ সংসদের আজীবন সদস্য রুমি আজনবি প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সপ্তবর্ণ সংসদের জ্যেষ্ঠ সভাপতি বাহারুল ইসলাম তালুকদার মিন্টু।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৬ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৮ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৮ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৮ ঘণ্টা আগে