Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর শ্রীপুরের গহিন বনে মিলল অটোরিকশাচালকের মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২৮
বনে পড়ে রয়েছে অটোরিকশাচালকের মরদেহ। ছবি: আজকের পত্রিকা
বনে পড়ে রয়েছে অটোরিকশাচালকের মরদেহ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুদিন পর গহিন বন থেকে অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের জোড়পুকুর এলাকার রাথুরা বনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত ফালান (২৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, ‘বনের ভেতর গরু নিয়ে আসছি। গরুকে ঘাস খাওয়ানোর সময় একজনের রক্তাক্ত মরদেহ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। এরপর আশপাশের লোকজনকে ডাকাডাকি করে জড়ো করে পুলিশে খবর দিই।’

নিহতের চাচাতো ভাই মোজ্জামেল হোসেন বলেন, গত রোববার সকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয় ফালান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে ফালানের স্ত্রী রিনা আক্তারকে সঙ্গে নিয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মোজ্জামেল হোসেন আরও বলেন, আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা-পুলিশ ফোন করে জানায় একটি মরদেহ পড়ে আছে জঙ্গলে। এরপর দুপুরের দিকে এসে দেখি মরদেহ পড়ে রয়েছে। মুখে ধারালো অস্ত্রের আঘাত। ভাইয়ের মরদেহ পেলাম, কিন্তু অটোরিকশা নেই। আমাদের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গ্যারেজ মালিক রুবেল মিয়া বলেন, ফালান নিয়মিত আমার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে দৈনিক হাজিরায় চালাত। গত ৯ তারিখ থেকে সে অটোরিকশা জমা দেয়নি গ্যারেজে। এরপর তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ফালান নিখোঁজ রয়েছে। বনের ভেতর মরদেহ পড়ে রয়েছে এমন খবরে এসে দেখি ফালানের মরদেহ। কিন্তু অটোরিকশার কোনো হদিস নেই।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গত সোমবার অটোরিকশাচালকের স্ত্রী বাদী হয়ে থানায় জিডি করেন। এরপর থেকে পুলিশ অটোরিকশাচালককে উদ্ধারের কাজ করে। আজ দুপুরে বনের ভেতর একটি মরদেহ পড়ে রয়েছে এমন খবরে ওই চালকের স্বজনদের জানানো হয়। তারা এসে মরদেহ শনাক্ত করেন।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত