Ajker Patrika

আদালত অবমাননা: আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২২: ২৫
আদালত অবমাননা: আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন নুর

বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আদালত অবমাননা হয় ভবিষ্যতে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন তিনি। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ। 

আজ বুধবার নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন নুরুল হক নুর। তবে সেদিন আদালত বলেন, ‘ভবিষ্যতে করবেন না—এমনটি তো দেখছি না।’ আদালত বলেন, ‘এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই।’ পরে আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময় চেয়ে আবেদন করেন। 

এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত বছরের ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী ওই দিন হাজির হন তিনি। পরে ব্যাখ্যা দিতে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন হাইকোর্ট। সে অনুযায়ী হাজির হয়ে ব্যাখ্যা দিলেও আদালত তাতে সন্তুষ্ট না হওয়ায় নতুন করে ব্যাখ্যা দেন। 

আদালত থেকে বের হয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘নুরুল হক নুর আবারও নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন, ভবিষ্যতে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আদালতের বিষয়ে কথা বলতে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আদালত ৩০ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন নুরকে উপস্থিত থাকতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত